সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : নোবেল বিজয়ী চীনের নামকরা মানবাধিকার কর্মী লিও জিয়াবো মৃত্যুবরণ করেছেন। তিনি মানবাধিকার বিষয়ক একজন আইনজীবী ছিলেন এবং দেশটিতে গণতান্ত্রিক আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬১ বছর। বিবিসির খবরে প্রকাশ।
চীনের শেনইয়াং এর উত্তর-পূর্বাঞ্চলীয় সিটির দ্য ফাস্ট হসপিটাল অফ চীনা মেডিকেল ইউনিভার্সিটিতে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। জেলখানা থেকে গত মাসে তাকে সেখানে আনা হয়েছিল। চীন কর্তৃপক্ষ তার উন্নত চিকিৎসায় বাধাগ্রস্থ করেছে বলে অভিযোগ করে নোবেল কমিটি। নোবেল কমিটি বলে, লিওর অকাল মৃত্যুর জন্য চীন সরকারকে দায় নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক থেকে মানবাধিকার কর্মী হিসেবে মানুষের অধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা লিওকে চীন কর্তৃপক্ষ চিহ্নিত করে একজন অপরাধী হিসেবে।
লিও জিয়াবো ১৯৮৯ সালের জুনের তিয়ানানমেন স্কয়ার ছাত্র বিক্ষোভে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। সরকারি বাহিনী দ্বারা ব্যাপক রক্তপাতের কারণে এ আন্দোলন সফল হতে পারেনি তখন। সরকারের সাথে আলোচনায় তিনিসহ কয়েক কয়েকজনের প্রচেষ্টায় এ আন্দোলনের কয়েকশ নেতা-কর্মীর জীবন রক্ষা পেয়েছিল। পরবর্তীতে তাকে আটক করা হলেও ১৯৯১ সালে তিনি মুক্তি পান। তিয়েনানমেন স্কয়ার বিক্ষোভে আটককৃতদের মুক্ত করতে লিও প্রচারণা সৃষ্টি করলেও তিন বছরের জন্য উত্তর-পূর্ব চীনের একটি শ্রম শিবিরে তাকে কাজ করতে বাধ্য করা হয় তবে ১৯৯৬ সালে সেখানে তিনি কবি লিও জিয়াকে বিয়ে করার অনুমতি পান। পরে মুক্তি পাবার পর গণতন্ত্রের পক্ষে প্রচারণা অব্যাহত রাখেন তিনি। চীনে গণতান্ত্রিক আন্দোলনে তার ত্যাগকে স্বীকৃতি দিতে ২০১০ সালে নোবেল কমিটি তাকে শান্তি নোবেল পুরস্কার প্রদান করে। সে সময় চীন সরকার তার এ পুরস্কার প্রাপ্তিতে নোবেল কমিটির সমালোচনা করে। দেশের অভ্যন্তরীণ রাজনীতির স্থিতিশীল পরিস্থিতি বিনষ্ট করতে তাকে নোবেল দেয়া হয়েছিল বলে চীন কর্তৃপক্ষ সে সময়। সূত্র: বিবিসিpb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি