সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : বিতর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু লেগেই আছে। কখনো তিনি সাংবাদিক পিটিয়ে আলোচনায় এসেছেন। কখনো আবার অশালীন মন্তব্য করে সমালোচিত হয়েছেন। তেমনি একটি ঘটনা ভিডিওতে ধরা পড়েছে। যেটি ফরাসি সরকার তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স সফরে গিয়ে দেশটির ফার্স্ট লেডি ব্রিজিট মাক্রোনের ফিগারের (শারীরিক গঠন) প্রশংসা করেছেন। অবশ্য ট্রাম্প যখন এ প্রশংসা করেন, তাদের পাশেই ছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোন ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার প্যারিসে একসঙ্গে গল্প করছিলেন চারজন। হঠাৎ ব্রিজিট মাক্রোনের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন,
আপনি কি জানেন আপনার ফিগার (শারীরিক গঠন) খুবই সুন্দর? ব্রিজিট এর কোনো উত্তর দেননি। ট্রাম্প এবার এমানুয়েল মাক্রোনের দিকে তাকিয়ে বলেন, তার (ব্রিজিট) ফিগার সেইরকম সুন্দর। এরপর ট্রাম্প আবার ব্রিজিটের দিকে তাকিয়ে বলেন, সুন্দর। এ সময় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হাসতে দেখা যায়। তবে তাকে কিছুটা বিব্রতও মনে হয়। এরপর ডোনাল্ড ট্রাম্প, এমানুয়েল মাক্রোন এবং মেলানিয়া ট্রাম্প ও ব্রিজিট মাক্রোনকে আলাদা আলাদা যেতে দেখা যায়। ট্রাম্প সাধারণত মেয়ের ক্ষেত্রে ‘সুন্দর’ শব্দটি খুবই পছন্দ করেন। গত মাসে এক আইরিশ নারী সাংবাদিককে শব্দটি বলেছিলেন। পরে সেটি আইরিশ প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছিল। এ ছাড়া গত সপ্তাহে পোলাল্ড সফরে গিয়ে রয়্যাল ক্যাসেলে ট্রাম্প একই রকম শব্দচয়ন করেন, যা নিয়ে বেশ আলোচনা হয়। রয়্যাল ক্যাসেল সম্পর্কে সম্পর্কে ট্রাম্প বলেন, আমি সুন্দর কক্ষ খুবই ভালোবাসি। এটি তারই মতো একটি।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি