ব্রিটিশ-কাতার যৌথ নৌমহড়া

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৭

ব্রিটিশ-কাতার যৌথ নৌমহড়া

নিউ সিলেট ডেস্ক : সৌদি নেতৃত্বাধীন জোটের সর্বাত্মক অবরোধের মধ্যেই কাতারের সঙ্গে যৌথ নৌমহড়ায় অংশ নিতে দোহা পৌঁছেছে ব্রিটিশ নৌবাহিনীর রণতরী। কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য দিয়েছে। কাতারের জলসীমায় দেশটির আমিরি নৌবাহিনী এবং ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর মধ্যে এই যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং চোরাচালান বন্ধে দুদেশের মধ্যে এরআগে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির অধীনে এ যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ৫ জুলাই সন্ত্রাসবাদে অর্থায়নের কথিত অভিযোগ এনে কাতারের ওপর অবরোধ আরোপ করে জল, স্থল ও আকশসীমা বন্ধ করে দেয় সৌদি আরব, মিশর, আরব আমিরাত এবং বাহরাইন। এরপর আলজাজিরা সংবাদমাধ্যম বন্ধসহ ১৩ দফা দাবি দেয় সৌদি জোট। এই অবরোধের মধ্যেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া এবং তুরস্কের সেনাবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় কাতারি সেনাবাহিনী। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১২ বিলিয়ন ডলার মূল্যে ৩৬টি এফ-১৫ যুদ্ধবিমান ক্রয়ে চুক্তি করেছে কাতার।pb/ns/-



This post has been seen 185 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮