যেখানে হেলমেট মাথায় দিয়ে অফিস চলে

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৭

যেখানে হেলমেট মাথায় দিয়ে অফিস চলে

নিউ সিলেট ডেস্ক : নতুন কেউ এই অফিসে ঢুকলে চমকে যেতে পারেন। সবার মাথায় হেলমেট! ভুল জায়গায় এসে পড়েননি তো। নাহ! ঠিক জায়গায় এসেছেন, তবে মৃত্যুকে হাতে নিয়ে। ভড়কে যাওয়ার কিছু নেই। যারা হেলমেট পরেছেন, তারাও প্রাণরক্ষায় এ উপায় বেছে নিয়েছেন।
ভারতের বিহারের পূর্ব চম্পারণ জেলার ব্লক অফিসের চিত্র এটি। হেলমেট মাথায় পরেই চলছে কাজকর্ম। এমনকি এই অফিসে কাজ করাতে যারা আসেন, তাদের অনেকেই হেলমেট পরে আসেন। খবর জিনিউজ’র।
জানা গেছে, যেকোনো সময় নাকি ভেঙে পড়তে পারে বিল্ডিংটি। এমনই ভগ্নদশা বিল্ডিংয়ের। কিন্তু সেখানেই ব্যস্ত সরকারি দফতর। কাজের স্বার্থে প্রতিদিন সেখানে কয়েকশ’ মানুষ আসেন।
এদিকে, বিল্ডিংয়ের ছাদ থেকে যখন-তখন ভেঙে পড়ছে পলেস্তরা। বেশ কয়েকজন আহতও হয়েছেন।
বিহার সরকারের আবাসন নির্মাণ দফতর গত বছরই বিল্ডিংটিকে ‘বিপজ্জনক’ ঘোষণা করেছে। কিন্তু তারপরেও এর কোনো সংস্কার করা হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকে তাই ‘প্রাণভয়ে’ হেলমেট পরেই এখানে কাজ করেন।pb/ns/-



This post has been seen 256 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১