আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচন, রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা কে

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০১৭

আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচন, রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা কে

নিউ সিলেট ডেস্ক : আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচন। প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির পাঁচ বছর মেয়াদ সম্পর্ন করার পর রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা কে হতে যাচ্ছেন তা নির্ধারিত হবে আজ। রাজধানী দিল্লির সংসদ ভবন ও দেশের রাজ্য বিধানসভাগুলোতে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করবেন ভারতের ১৪তম রাষ্ট্রপতিকে।
এবারের লড়াই দ্বিমুখী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী রামনাথ কোবিন্দ, বিহারের রাজ্যপাল ছিলেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর প্রার্থী লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার। দুইজনই দলিত সম্প্রদায়ের। ভোট গণনা ২০ জুলাই। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই। স্থানীয় সময় সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সংখ্যার বিচারে নির্বাচনের আগের দিন পর্যন্ত, এই দৌড়ে এগিয়ে রয়েছেন রামনাথ কোবিন্দই। যদিও, বিরোধীরাও শেষ রাতে বাজিমাত করার বিষয়ে আশাবাদী। বিহারের প্রাক্তন রাজ্যপাল কোবিন্দ এবং সংসদের প্রাক্তন স্পিকার মীরা কুমার, দুইজনই নিজেদের প্রচারে কোনো কসুর করেননি। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির সমর্থন আদায় করার প্রচেষ্টা করেছেন।

যে ভাবে নির্বাচিত হন ভারতের প্রেসিডেন্ট
ভারতের রাষ্ট্রপতি নির্বাচন একটি জটিল প্রক্রিয়া বলেই মনে করেন রাষ্ট্রবিজ্ঞানীরা। এই নির্বাচন প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হয়। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে কখনও সর্বসম্মত আবার কখনও বা নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন।
ভারতের রাষ্ট্রপতির পদটিকে বলা জয় অরাজনৈতিক পদ। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হলেও, নির্বাচনের পর তিনি আর কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারেন না। সাধারনত দেখা গেছে যারাই ভারতের রাষ্ট্রপতি হয়েছেন তারাই পরবর্তীতে আর দলীয় রাজনীতিতে ফিরে আসেননি। সাধারণ নির্বাচনের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের পার্থক্য রয়েছে। সাধারণ নির্বাচনে একটি ভোটের মূল্য এক। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদাতাদের ভোটের মূল্য এক জটিল পদ্ধতিতে নির্ধারিত হয়। লোকসভা ও রাজ্যসভার সদস্য যারা, তাদের একেকজনের ভোটের মূল্য ৭০৮, রাজ্য বিধানসভার সদস্যদের ভোটের মূল্য নির্ধারিত হয় সেই রাজ্যের বিধানসভার মোট আসন ও জনসংখ্যার নিরিখে। সবচেয়ে বেশি ভোট মূল্য উত্তর প্রদেশের বিধায়কদের, ২০৮। সবচেয়ে কম সিকিম ও অরুণাচল প্রদেশের বিধায়কদের, ৮। পশ্চিমবঙ্গের বিধায়কদের ভোটমূল্য ১৫১।
এবারের ভোটে সাংসদেরা ভোট দেবেন সবুজ ব্যালটে। বিধায়কদের গোলাপি ব্যালটে। রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্যরা এই ভোটে অংশ নিতে পারেন না। এবারের ভোটে অংশ নেবেন লোকসভার ৫৪৩ ও রাজ্যসভার ২৩৩ জন সদস্য এবং দেশের মোট ২৯টি রাজ্য এবং দিল্লি ও পদুচেরি দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪ হাজার ১২০ জন বিধায়ক। সব ভোটদাতার ভোট ধরলে এবারের নির্বাচনে মোট ভোট মূল্য ১০ লাখ ৯৮ হাজার ৯০৩। এর মধ্যে সাংসদদের ভোট মূল্য ৫ লাখ ৪৯ হাজার ৪০৮, বিধায়কদের ৫ লাখ ৪৯ হাজার ৪৯৫।dt/ns/-



This post has been seen 255 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮