সিলেট ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : ইয়েমেনের ভয়াবহ কলেরা সৌদি আরবে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইসলামের অন্যতম স্তম্ভ হজ্জের মধ্যেও আঘাত হানতে পারে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ‘ইতিমধ্যে ইয়েমেনের ৩ লাখ ৩২ হাজার লোক কলেরায় আক্রান্ত হয়েছে, এখন এ রোগ মক্কায় সংক্রমণ হওয়ার ঝুঁকি তৈরি করছে। এরমধ্যে মক্কাতে হজ্জযাত্রীদের ডেঙ্গু, হলুদ জ্বর এবং জিকা ভাইরাস রোগের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য যে, মক্কায় প্রতিবছর প্রায় ২০ থেকে ৪০ লাখ মানুষ হজ্জে অংশগ্রহণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বুলেটিনে জানানো হয়, ইয়েমেনের সাম্প্রতিক এ মহামারী রোগ পাশাপাশি আফ্রিকার কিছু দেশেও ছড়িয়ে পড়েছে সেখান থেকে আগতদের মাধ্যমে হজ্জযাত্রীরা মারাত্মকভাবে ঝুঁকির সম্মুখীন হতে পারে এমনকি তারা নিজ দেশে ফেরত যাবার পরও। সংস্থাটির কলেরা বিশেষজ্ঞ ডমিনিক লেগ্রোস বলেন, সুদৃঢ় নজরদারি ও দ্রুত শনাক্তকরণের কারণে সৌদি আরব অনেক বছর ধরে কলেরা প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, ‘কিন্তু মনে রাখতে হবে আমরা ইয়েমেনের কথা বলছি এবং আঞ্চলিক অনেক দেশের নাগরিকরা হজ্জ করতে মক্কায় আসে যাদের কলেরা মোকাবেলা করার সামর্থ্য নাই।
এর আগে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে গত ২ মাসে ৩ লাখ লোক কলেরায় আক্রান্ত হয়েছে বলে জানায় রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)। প্রতিদিন ৭ হাজার জন কলেরা আক্রান্ত হচ্ছে বলে আইসিআরসি সতর্ক করে যে, ‘যদি এরকম চলতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে’। জাতিসংঘের মতে, এরই মধ্যে কলেরা আক্রান্ত হয়ে ১ হাজার ৭ শ’রও বেশি জনের মৃত্যু ঘটেছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়োজ্যেষ্ঠের সংখ্যা উল্লেখযোগ্য বলে জানা গেছে। সূত্র: বিবিসি, দ্যা নিউ আরব pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি