যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনায় প্রবেশাধিকার দাবি জানিয়েছে রাশিয়া

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৭

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনায় প্রবেশাধিকার দাবি জানিয়েছে রাশিয়া

নিউ সিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্রের অবস্থিত নিজেদের কূটনৈতিক স্থাপনায় বিনা শর্তে প্রবেশাধিকারের দাবি জানিয়েছে রাশিয়া। দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এক বৈঠকে রাশিয়ার তরফ থেকে এমন দাবি জানানো হয়েছে। গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে রাশিয়ার দু’টি কূটনৈতিক স্থাপনা ডিসেম্বর থেকে বন্ধ করে দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন। সে সময় ৩৫ জন রুশ কূটনীতিককেও বহিষ্কার করা হয়েছিল। মার্কিন এ পদক্ষেপকে দিনের আলোয় ডাকাতির মতো ঘটনা বলে ব্যাখ্যা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ। মার্কিন এই আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি। লাভরভ বলেন, এটা দিনের আলোতে লুটপাটের মতন ঘটনা। অন্যদেশের সম্পত্তি দখল করে নেয়াটাকে আর কী বলা যায়? সম্পত্তি ফেরত দেয়ার ক্ষেত্রে তারা এমন আচরণটা করছে যে: আমার যা আছে তা আমার, আর তোমার যা আছে তা আমরা ভাগাভাগি করে নেব। ভদ্রলোকেরা এমন ব্যবহার করেন না। রুশ কম্পাউন্ডগুলো ফেরত পাবার ব্যাপারে জুন মাসে বৈঠক হবার কথা ছিল। কিন্তু ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার ৩৮ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কিছু প্রতিষ্ঠানের উপরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় সেই বৈঠক বাতিল হয়েছে। গত সপ্তাহে রাশিয়াও হুমকি দিয়েছে যে, বন্ধ করে দেয়া দু’টো কম্পাউন্ডে রুশ অধিকার ফিরে না পেলে তারা ৩০জন মার্কিন কূটনীতিককে তাদের দেশ থেকে বিতাড়িত করবেন এবং রাশিয়ায় থাকা মার্কিন রাষ্ট্রীয় সম্পত্তি জব্দ করবেন।
এই হুমকির পর রুশ-মার্কিন সম্পর্ক আরো জটিল হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।n24/ns/-



This post has been seen 217 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮