বিনা ভিসায় মিশর বেড়ানো বন্ধ কাতারিদের

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৭

বিনা ভিসায় মিশর বেড়ানো বন্ধ কাতারিদের

নিউ সিলেট ডেস্ক : কাতারের নাগরিকদের জন্য বিনা ভিসায় মিশর ভ্রমণের সুযোগ বন্ধ করে দিয়েছে দেশটি। সোমবার এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয়েছে, কাতারের নাগরিকদের জন্য ‘ভিসা ফ্রি’ ভ্রমণ সুবিধা বাতিল করা হচ্ছে। এখন থেকে কাতারিদের মিশরে প্রবেশ করতে ভিসার জন্য আবেদন করতে হবে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু যাইদ বলেন, বর্তমান অবস্থা বিবেচনায় কাতারের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার বিধানের কোনো অর্থ হয় না। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের বরাতে কয়েকটি মিডিয়া জানায়, এই সিদ্ধান্তটি আগামী বুধবার বা বৃহস্পতিবার থেকে কার্যকর হতে পারে। তবে এ বিধিনিষেধ কোনো মিশরীয় নাগরিকের স্ত্রী বা সন্তানের ব্যাপারে কার্যকর হবে না। এছাড়া মিশরের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবেন। উল্লেখ্য, সন্ত্রাসবাদে মদদ, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি ও অভ্যন্তরীণ হস্তক্ষেপের অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। কাতার অবশ্য বরাবরই সৌদি জোটের এই অভিযোগ অস্বীকার করে আসছে।pb/ns/-



This post has been seen 245 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮