ট্রাম্প-পুতিনের গোপন বৈঠক

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৭

ট্রাম্প-পুতিনের গোপন বৈঠক

নিউ সিলেট ডেস্ক : জি-টোয়েন্টি সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপনে একটি বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের বরাত দিয়ে ট্রাম্প পুতিনের গোপন বৈঠকের কথা জানিয়েছে বিবিসি।
হোয়াইট হাউজ নিশ্চিত করেছে, এই বৈঠকের বিষয়টি আগে প্রকাশ করা হয়নি। চলতি মাসের শুরুতে জার্মানিতে জি-টোয়েন্টি সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক শীর্ষ বৈঠকে মিলিত হবার কয়েক ঘণ্টা পর, তারা দ্বিতীয় দফায় আরেকটি বৈঠক করেন, যা এ পর্যন্ত গোপন রাখা হয়েছিল। এক রুশ দোভাষীর উপস্থিতিতে ট্রাম্প প্রায় এক ঘণ্টা পুতিনের সঙ্গে আলাপ করেন। তবে কি বিষয়ে আলাপ করেছিলেন দুই নেতা সে বিষয়ে কিছু জানায়নি হোয়াইট হাউজ। ওয়াশিংটন পোস্টও একই রকম খবর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, জি-টোয়েন্টি সম্মেলনে নৈশভোজের মাঝপথে নিজের আসন ছেড়ে উঠে যান ট্রাম্প। এরপর পুতিনের পাশের একটি খালি চেয়ারে বসে কিছুক্ষণ কথাবার্তা বলেন। মার্কিন প্রেসিডেন্ট সে সময় একাই ছিলেন। তবে, পুতিনের সঙ্গে ছিল তার দোভাষী।
এমন সময় এ খবর প্রকাশিত হল যখন ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা ছিল কি না, তা নিয়ে ওয়াশিংটনে তদন্ত চলছে। সে তদন্তে সর্বশেষ ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়র এবং তার নির্বাচনী প্রচারণা দলের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্টের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন সিনেট কমিটির তদন্তকারীরা।dt/ns/-



This post has been seen 181 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮