ব্রেইন ক্যান্সারে আক্রান্ত জন ম্যাককেইন

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০১৭

ব্রেইন ক্যান্সারে আক্রান্ত জন ম্যাককেইন

নিউ সিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান রাজনীতিক ও রিপাবলিকান দলীয় সিনেটর জন ম্যাককেইন ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। খবর বিবিসির।মায়ো ক্লিনিকের চিকিৎসকরা জানান, ৮০ বছর বয়সী সিনেটর ম্যাককেইনের প্রাথমিক পর্যায়ের গ্লিওব্লাস্টমা টাইপের ব্রেইন টিউমার দেখা দিয়েছে। আমেরিকান ব্রেইন টিউমার অ্যাসোসিয়েশনের মতে, গ্লিওব্লাস্টমা টাইপের এই টিউমার খুবই আগ্রাসী ধরনের, যেটি ব্রেইন ও স্পাইনাল কর্ডের টিস্যুতে টিউমার গঠন করে।
বাম চোখের ওপর থেকে একটি রক্তপিণ্ড সরানোর সময় ম্যাককেইনের টিউমারটি ধরা পরে। এরপর তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসায় কেমোথেরাপি ও র‌্যাডিয়শন দুটিই ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাককেইন রিপাবলিকান দলীয় প্রার্থী ছিলেন। সেবার তিনি বারাক ওবামার কাছে পরাজিত হন। এছাড়া ম্যাককেইন ছয়বার মার্কিন সিনেটর নির্বাচিত হন। ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া এই রাজনীতিক পাঁচ বছর যুদ্ধবন্দি ছিলেন। ম্যাককেইনের ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর শুনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই আবেগাপ্লুত টুইট করেছেন। ম্যাককেইনকে তিনি একজন লড়াকু অভিহিত করে দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন।pb/ns/-



This post has been seen 180 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮