আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০১৭

আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল

নিউ সিলেট ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা আজ। সকাল ১১টা থেকে শুরু হবে ভোটগণনা। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সংসদ ভবনের যে কোনও একটি কক্ষে গণনা হবে বলে জানিয়েছেন লোকসভার সেক্রেটারি জেনেরাল অনুপ মিশ্র। রাজ্যের নামের আদ্যাক্ষর অনুযায়ী গণনা হবে। চারটি ভিন্ন টেবিলে আট রাউন্ডে গণনা হবে বলে জানা গেছে।
১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৯৯ শতাংশ। অরুণাচল, ছত্তিশগড়, আসাম, গুজরাট, বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড ও পুদুচেরিতে ১০০ শতাংশ ভোট পড়ে। তবে সংসদে ৯৯ শতাংশ ভোট পড়েছে বলে জানান অনুপ মিশ্র। এই নির্বাচনের রিটার্নিং অফিসারও ছিলেন তিনি।
অনুপ বলেন, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে অনুমোদন প্রাপ্ত শক্তি ৭৭৬ জন। সেখানে ভোটদানের অধিকার রয়েছে ৭৭১ জনের। রাজ্যসভা ও লোকসভায় দুটি করে শূন্যপদ রয়েছে।
সাধারণ নির্বাচনের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের পার্থক্য রয়েছে। সাধারণ নির্বাচনে একটি ভোটের মূল্য ১। কিন্তু, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদাতাদের ভোটের মূল্য এক জটিল পদ্ধতিতে নির্ধারিত হয়। লোকসভা ও রাজ্যসভার সদস্য যারা, তাদের একেকজনের ভোটের মূল্য ৭০৮। রাজ্য বিধানসভার সদস্যদের ভোটের মূল্য নির্ধারিত হয় সেই রাজ্যের বিধানসভার মোট আসন ও জনসংখ্যার নিরিখে। সবচেয়ে বেশি ভোটমূল্য উত্তরপ্রদেশের বিধায়কদের, ২০৮। সবচেয়ে কম সিকিম ও অরুণাচলপ্রদেশের বিধায়কদের, মাত্র ৮। তবে সংখ্যাতত্ত্বের বিচারে ১৪তম রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত বিহারের সাবেক গর্ভণর রামনাথ কোবিন্দ। বড়, ছোটো, মাঝারি মিলিয়ে মোট ৪৪টি দলের সমর্থন পেয়েছেন তিনি। বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জি ৬৯ শতাংশ ভোট পেয়েছিলেন। দ্বিমুখী এ নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী মীরা কুমার অনেকটা পিছিয়ে রয়েছেন। সোমবারের এ নির্বাচনে ইতিমধ্যে উভয়পক্ষে ব্যাপকহারে ক্রস ভোট পড়েছে বলে জানা গেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ক্রস ভোট দিয়েছেন বহু সংসদ সদস্য ও বিধায়ক। এতে কোবিন্দের পাল্লা অনেকটাই ভারি হয়েছে বলে মনে করা হচ্ছে। ২৪ জুলাই ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হবে। এর পরদিন ২৫ জুলাই শপথ নিয়ে রাষ্ট্রপতি ভবন দিল্লির রাইসিনা হিলে উঠবেন নতুন রাষ্ট্রপতি। কোবিন্দ ও মীরা দুজনই দলিত সম্প্রদায়ের প্রার্থী হওয়ায় নিন্মবর্ণের একজন হিন্দু ভারতের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন।dt/ns/-



This post has been seen 189 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮