সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : ফের বড় ধরনের হোঁচট খেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের স্বাস্থ্যনীতি। দ্বিতীয় বারের চেষ্টাতেও ট্রাম্প প্রশাসন ওবামাকেয়ারের বিকল্প স্বাস্থ্য বিল সেনেটে পাশ করাতে পারল না ৷ নিজ দলের দুই সিনেটর মত বদল করায় অনেক চেষ্টার পরেও বিলটি পাশ করতে ব্যর্থ হয়েছে ট্রাম্প শিবির।
স্থানীয় সময়ে সোমবার রাতে বিবৃতি জারি করে সিনেটের রিপাবলিকানদের প্রধান প্রতিনিধি মিচ ম্যাককনেল বললেন, ‘দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, ওবামাকেয়ার বাতিল করে তার বিকল্প স্বাস্থ্য বিল পাশ করানোর চেষ্টা সফল হল না৷
এদিকে নিজ দলের সিনেটরদের বেঁকে বসায় বিকল্প স্বাস্থ্য বিল পাশ ব্যর্থ হওয়াকে পাশ কাটিয়ে ওবামাকেয়ারের আবারও কঠোর সমালোচনা করেন ট্রাম্প।
দুই সিনেটর সরে দাঁড়ানোয় দ্বিতীয় দফা বিকল্প স্বাস্থ্য বিল ব্যর্থ হওয়ায় কয়েক দিনের মধ্যে আরো কয়েকজন রিপাবলিকান নিজেদের অবস্থান থেকে সরে আসবেন বলে দলীয় সূত্রে জানা যায়।
এর আগেও এক দফায় নয়া স্বাস্থ্য বিল সেনেটে পাশ করাতে গিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। ১০০ সদস্যের মার্কিন সেনেটে ডেমোক্র্যাটদের থেকে সামান্য ব্যবধানে এগিয়ে আছে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা৷ বিলের বিরোধিতায় ডেমোক্র্যাটদের হারাতে কমপক্ষে ৫০টি ভোট রিপাবলিকানদের প্রয়োজন ছিল। এমন পরিস্থিতিতে দুই রিপাবলিকান সিনেটর সুজান কলিন্স এবং র্যান্ড পল দলীয় সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালে ট্রাম্পের স্বাস্থ্যনীতিকে আরো অনিশ্চিয়তার দিকে ঠেলে দিলেন। এরপরেও দলের সিনিয়র সিনেটর জন ম্যাককেনের হস্তেক্ষেপে আবার ঘুরে দাঁড়ানোর আশা করা গেলেও কফিনে শেষ পেরেক দিয়ে দিলেন দলের আরও দুই সেনেটর , উটার মাইক লি এবং কানসাসের জেরি মরন৷ প্রকাশ্যে ট্রাম্পের বিল খারিজ করে তাঁরা জানিয়ে দিয়েছেন , এমন খারাপ নীতিতে সিলমোহর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়৷
এ দিকে একসময়কার ওবামার প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেন নতুন করে ঘুরে দাঁড়ানোর কথা বলেন ট্রাম্প শিবিরকে। বিতর্ক ভুলে নতুন বিলের খসড়া প্রস্তুত করতে পরামর্শ দেন তিনি। তবে তার পরামর্শ গুরুত্ব না দিয়ে সরাসরি ওবামাকেয়ারকে বাতিল করার জন্য বলেন ট্রাম্প। এক টুইটার বার্তায় ক্ষুদ্ধভাবে ট্রাম্প জানান, আগে ওবামাকেয়ার বাতিল করতে হবে, এরপর নতুন স্বাস্থ্য বিল আনা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি