সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : বাংলাদেশ পুলিশের হাতে গ্রেফতার জেএমবি নেতা সোহেল মাহফুজ ওরফে নাসিরুল্লাকে বুধবারও জিজ্ঞাসাবাদ করেছেন ভারতীয় গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদে তিনি যেসব তথ্য দিয়েছেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণের আগে ভারতীয় জঙ্গিদের বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছিলেন সোহেল।
কলকাতার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, প্রশিক্ষণ থাকা সত্ত্বেও ২০১৪ সালের ২ অক্টোবর জেএমবির ওই আস্তানায় গ্রেনেড তৈরির সময় কীভাবে বিস্ফোরণ হল— এর উত্তরে সোহেল মাহফুজ আফসোস, ‘মিসটেক! মিসটেক!’ তবে মিসটেকটা ঠিক কী, বলেনি তিনি। সোহেল মাহফুজের কাছ থেকে একটি তথ্য জেনে ভারতীয় গোয়েন্দারা উদ্বিগ্ন। তিনি ২০০২ সাল থেকে ২০১৪ পর্যন্ত ১২ বছরে পশ্চিমবঙ্গের অন্তত দেড় শতাধিক ছেলেকে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দিয়েছেন বলে জানিয়েছেন। এসব যুবক বীরভূম, বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদের বাসিন্দা। ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, পশ্চিমবঙ্গে সোহেল মাহফুজের কাছে বোমা তৈরির প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের সংগঠিত করে আইএস পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ চলাতে পারে। জেরায় ভারতীয় গোয়েন্দাদের সোহেল মাহফুজ জানিয়েছেন, তাকে ভারতে বড়সড় নাশকতা ঘটাতে বলে আইএসের নেতৃত্ব। কিন্তু ডেটোনেটর সময় মতো না পৌঁছনোয় কিছু করা যায়নি।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি