ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিতের ঘোষণা আব্বাসের

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৭

ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিতের ঘোষণা আব্বাসের

নিউ সিলেট ডেস্ক : মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়া এবং তিন ফিলিস্তিনিকে হত্যার পর দখলদার ইসরাইলের সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিতের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে মাহমুদ আব্বাস বলেন, গত সপ্তাহে আল-আকসা ফটকে স্থাপিত মেটাল ডিটেক্টর সরিয়ে না নিলে সব ধরনের দাপ্তরিক যোগাযোগ স্থগিত থাকবে।
তিনি বলেন, আল-আকসা মসজিদে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং স্থিতাবস্থা বজায় না রাখা পর্যন্ত ইসরাইলের সঙ্গে আমি সব ধরনের যোগাযোগ স্থগিত রাখার ঘোষণা দিচ্ছি। আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়া এবং বিধিনিষেধ আরোপের প্রতিবাদে অধিকৃত জেরুজালেম এবং পশ্চিম তীরে বিক্ষোভ চলাকালে ইসরাইলি সেনা এবং সেটলারদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর এ ঘোষণা দেন মাহমুদ আব্বাস। এই ঘোষণাকে মাহমুদ আব্বাসের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, এ ঘোষণার মধ্যদিয়ে ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা স্থগিত হলো যা অধিকাংশ ফিলিস্তিনি এতোদিন দাবি করে আসছিলেন।
এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে সন্দেহভাজন ছুরি হামলায় শুক্রবার তিন ইসরাইলি সেটলারের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক সেটলার। পরে হামলাকারী ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়।pb/ns/-



This post has been seen 223 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১