সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : সৌদি নেতৃত্বাধীন জোটের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংলাপ ও আলোচনার আহবান জানিয়েছেন কাতারের আমির, বিবিসির সংবাদে প্রকাশ।
সংকটকালীন পরিস্থিতিতে জনগণের উদ্দেশ্যে শুক্রবার দেয়া প্রথম বক্তৃতায় আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, সমাধান হতে হবে কাতারের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে।সন্ত্রাসবাদের সাথে আঁতাত ও ইরানের সাথে সম্পর্কের জেরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে। যদিও কাতার তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে। পরে সৌদি জোট ১৩ দফা শর্ত দিলেও কাতার তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। জনগণের উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে আল থানি কাতারের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও মিথ্যা অপপ্রচারের জন্য সৌদি জোটের নিন্দা জানান। সেই সাথে এ পরিস্থিতিতে জনগণের স্বাভাবিক আচরণের প্রশংসা করেন তিনি। তিনি আরো বলেন, এখন সরকার ও জনগণের সাথে রাজনৈতিক মতপার্থক্য অব্যাহতি দেয়ার সময় এসেছে।
উল্লেখ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর গত ৫ জুন কাতারের ওপর অবরোধ আরোপ করে। তারা স্থলসীমান্ত বন্ধ এবং আকাশসীমায় কাতারের প্রবেশ নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি কাতারি নাগরিকদের বহিষ্কার করে। এদিকে সৌদি জোট ১৩ দফা শর্ত থেকে পিছু হটে ৬ দফা শর্তে নেমে আসার ইঙ্গিত দিলে কাতারের আমির সংকট নিরসনে আলোচনার আহবান করলেন।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি