পাকিস্তানকে সামরিক সাহায্য বন্ধের ঘোষণা পেন্টাগনের

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৭

পাকিস্তানকে সামরিক সাহায্য বন্ধের ঘোষণা পেন্টাগনের

নিউ সিলেট ডেস্ক : হাক্কানি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেয়ার অভিযোগে চলতি বছর পাকিস্তানকে কোন সামরিক সাহায্য দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে পেন্টাগন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস মার্কিন কংগ্রেসকে এই সিদ্ধান্তের খবর জানান। এর আগে বৃহম্পতিবার পাকিস্তানকে অর্থ সাহায্য দেওয়ার বিষয়ে কঠোর শর্ত চাপানোর পক্ষে ভোট দিয়েছিল মার্কিন কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ প্যানেল।
ম্যাটিসের এই সিদ্ধান্তের ফলে মার্কিন অনুদানের পাঁচ কোটি ডলার সাহায্য আর পাচ্ছে না ইসলামাবাদ। ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া সংক্রান্ত প্রাক্তন কর্মকর্তা ফিলিপ রেনার বলেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই জঙ্গিগোষ্ঠীগুলোকে বরাবর মদত এবং সুরক্ষা দিয়ে আসছে।
প্রাক্তন রিপাবলিকান সিনেটর ল্যানি প্রেসলার বলেন, পাকিস্তানকে উত্তর কোরিয়ার মতো ‘দুর্বৃত্ত দেশ’ হিসেবেই দেখা উচিত যুক্তরাষ্ট্রের।পাকিস্তান যে পুরোপুরি ব্যর্থ রাষ্ট্র নয়, তার একমাত্র কারণ চীন ও যুক্তরাষ্ট্র তাদের বিপুল অনুদান দিয়ে এসেছে।
ল্যারি প্রেসলার তার লেখা বই ‘নেবার্স ইন আর্মস: অ্যান আমেরিকান সেনেটর্স কোয়েস্ট ফর ডিসআর্মামেন্ট ইন আ নিউক্লিয়ার সাবকন্টিনেন্ট’-য়ে বলেন, “সন্ত্রাস-প্রশ্নে পাকিস্তান নিজের অবস্থান না পাল্টালে তাদের দেশকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করা উচিত। আমার মতো অনেক পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ এই কথা আগে বলেছেন। ১৯৯২ সালে প্রথম বুশ প্রশাসন সেটা অনেকটা ভেবেও ফেলেছিল। মার্কিন কংগ্রেসে পেশ করা প্রতিবেদনে পাকিস্তানকে কোণঠাসা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান হল এশিয়ার এমন এক দেশ যেখানে জঙ্গিরা লালিত-পালিত হয়।dt/ns/-



This post has been seen 199 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮