সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : অনশন কর্মসূচী পালনকারী দুই শিক্ষক ও গবেষকের সমর্থন জানানো কয়েক ডজন বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে তুর্কি পুলিশ। রোববার আঙ্কারাতে দুই অনশনকারীদের সমর্থনে কয়েক হাজার বিক্ষোভকারী বেরিয়ে আসলে এ ঘটনা বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
সিএনএন-তুর্ক এবং এনটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ ৪০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে এএফপি একজন প্রতিবেদক সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় নিজের হাত ভেঙ্গে যাওয়ার অভিযোগ করে এক বিক্ষোভকারী।
গত বছর ব্যর্থ অভ্যুত্থানে চাকরিচ্যুত দুইজন গবেষক ও শিক্ষক ৪ মাস ধরে অনশন কর্মসূচি চালিয়ে আসছে, তাদেরকে কর্মস্থলে ফিরিয়ে নেবার দাবীতে। তাদের সমর্থনে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। পুলিশ তাদের ওপর কাঁদানো গ্যাস ও কলকামান দ্বারা হামলা চালায়। গত বছরের ১৫ জুলাইয়ের অভ্যুত্থান চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে গবেষক নুরেই গুলমান এবং শিক্ষক সেমিহ ওজাকাকে কর্মস্থল থেকে বহিস্কার করা হয়। এর প্রতিবাদে তারা ১০০ দিনের অনশন কর্মসূচি শুরু করে। মে মাসে, বাম সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের উভয়জনকে গ্রেফতার করা হয় এবং বিচারে তাদেরকে ২০ বছরের জেল দেবার চেষ্টাও করা হয়। এ দিকে মানবাধিকার কর্মীরা এ দুইজনের ব্যাপারে বিশেষ নজর রাখছে বলে জানা গেছে। তাদের অনশন কর্মসূচি নিয়েও তারা বিশেষভাবে অবগত আছে বলে জানিয়েছেন কাউন্সিল অফ ইউরোপের সেক্রেটারি জেনারেল থর্বজর্ন জাগল্যান্ড। তিনি এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং তাদের মুক্তির জন্য তুর্কি কর্তৃপক্ষ আহবান করেন। ইতিমধ্যে অভ্যুত্থানের প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে তুরস্ক ইতোমধ্যে দেড় লাখেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে এবং সামরিক, পুলিশ ও অন্যান্য সেক্টর থেকে ৫০ হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত বছর ১৫ জুলাই-এ এক বড় ধরণের অভ্যুত্থান প্রচেষ্টায় বিদ্রোহকারী সৈন্যরা বিভিন্ন স্থাপনা ও নাগরিকদের ওপরে বোমা বর্ষণ ও গুলি চালায়। এ সময় সাধারণ নাগরিকরা এ অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে এলে সৃষ্ট সহিংসতায় ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। সূত্র: দ্য নিউ আরব
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি