গাড়ি বোমা হামলায় কাবুলে নিহত ২৪

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৭

গাড়ি বোমা হামলায় কাবুলে নিহত ২৪

নিউ সিলেট ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গাড়ি বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত এবং আরো ৪২ জন আহত হয়েছে। সোমবার সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি বাসে ওই হামলার ঘটনা ঘটে। খবর ডনের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস বলেন, খনি মন্ত্রণালয়ের কর্মচারীদের বহনকারী একটি বাসে হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে তালেবান জঙ্গি গোষ্ঠী দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। ডেপুটি সরকারের প্রধান নির্বাহী মোহাম্মদ মোহাকেকের বাড়ির কাছেই ওই হামলা চালানো হয়েছে। এক মুখপাত্র বলেন, আমরা ধারণা করছি মোহাকেকের বাড়ি লক্ষ্য করে ওই গাড়িটি হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু নিরাপত্তার কারণে তারা ব্যর্থ হয়েছে। এর আগে গত মে মাসে একটি ট্রাক বোমা হামলায় কাবুলে কমপক্ষে ৯০ জন নিহত হয়।n24/ns/-



This post has been seen 259 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮