স্থলমাইন বিস্ফোরণে সৌদিতে সেনাসদস্যের মৃত্যু

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৭

স্থলমাইন বিস্ফোরণে সৌদিতে সেনাসদস্যের মৃত্যু

নিউ সিলেট ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দেশটির এক সেনাসদস্য নিহত হয়েছে। রোববার প্রদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তাবাহিনীর টহলের সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আসিরের মাসিলে নিয়মিত অভিযানের সময় রোববার স্থানীয় সময় সকাল ৭টার দিকে ওই ঘটনা ঘটেছে। অভিযানের সময় স্থলমাইন বিস্ফোরণে সেনাসদস্য আতি বিন মুরাদ আল-জাদানি নিহত হয়েছেন। ইয়েমেনের কাছের এই সৌদি প্রদেশে অতীতেও একাধিকবার হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। চলতি বছর আসির প্রদেশে জাতিসংঘের কার্যালয়ে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এদিকে শনিবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বন্দরনগরী ইয়ানবুর একটি তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেন সেনাবাহিনী।
দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র সৌদি শাসকগোষ্ঠীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইয়েমেনে আগ্রাসন অব্যাহত থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আরো হামলা চালানো হবে।n24/ns/-



This post has been seen 216 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮