তিনি দেশের উপর নিষেধাজ্ঞ’ যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ভোট

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৭

তিনি দেশের উপর নিষেধাজ্ঞ’ যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ভোট

নিউ সিলেট ডেস্ক : রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রেপ্রেজেন্টেটিভ। এবারের এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে রাশিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
রাশিয়ার এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। এর ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিশ্রুতি ছিল, সেই আশাবাদও এখন হুমকির মুখে পড়েছে। তবে এই বিলটিতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ভেটো দেবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো তিনি নেননি বলে জানায় হোয়াইট হাউস। স্যাংশান বিল বা নিষেধাজ্ঞা বিল বলে ডাকা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন মোট ৪১৯ জন সদস্য। রাশিয়ার পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার উপরেও নিষেধাজ্ঞা দিতে ভোট দিয়েছেন হাউজ অব রেপ্রেজেন্টেটিভের সদস্যরা। এই বিলটি সিনেটে পাশ হলে ট্রাম্পের জন্য তা যথেষ্ট মাথাব্যথার কারণ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ বিলটিতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ভেটো দেবার ক্ষমতা রাখেন। কিন্তু তিনি যদি ভেটো দেন, তাহলে, ‘রাশিয়ার অতি সমর্থক’ হিসেবে তার বিরুদ্ধে মার্কিন জনতার যে সন্দেহ ও অভিযোগ রয়েছে সেটি আরো ঘনীভূত হবে।dt/ns/-



This post has been seen 252 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮