ইরানের টহল জাহাজকে লক্ষ্য করে মার্কিন যুদ্ধজাহাজের গুলি

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৭

ইরানের টহল জাহাজকে লক্ষ্য করে মার্কিন যুদ্ধজাহাজের গুলি

নিউ সিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের ১৩৭ মিটার কাছে চলে আসা ইরানের একটি জাহাজকে লক্ষ্য করে ‘সতর্কীকরণ গুলি’ ছুড়েছে মার্কিন সেনারা। পারস্য উপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় মঙ্গলবার এ ঘটনা ঘটে। মার্কিন কর্মকর্তাদের বরাতে আলজাজিরা খবরটি জানায়।
ইউএস নেভাল ফোর্সের সেন্ট্রাল কমান্ড থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের থান্ডারবোল্ট যুদ্ধজাহাজ থেকে ইরানের টহল জাহাজকে লক্ষ্য করে কয়েকটি ‘সতর্কীকরণ গুলি’ ছোড়া হয়েছে।
মার্কিন যুদ্ধজাহাজের রেডিও কল, মশাল, জাহাজের হুইসেল অবজ্ঞা করে ইরানি জাহাজটি কাছাকাছি চলে আসলে সতর্ক করতে গুলি ছোঁড়া হয় বলে বিবৃতিতে দাবি করা হয়।
এতে বলা হয়, ইরানি জাহাজটি ছিল ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) এর জাহাজ। মার্কিন যুদ্ধজাহাজ থেকে পাঠানো সতর্কীকরণ সংকেত পেয়ে ইরানি জাহাজটি তার অনিরাপদ অগ্রযাত্রা বন্ধ করে।
নাম না প্রকাশ করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানি জাহাজটি অস্ত্রে সজ্জিত ছিল। কিন্তু অস্ত্রগুলোর দায়িত্বে কোনো মানুষ ছিল না।
এদিকে মার্কিন জাহাজের এই জবাবকে খুবই উস্কানিমূলক বলে অভিহিত করেছে রেভ্যুলুশনারি গার্ড। মঙ্গলবার তাদের একটি বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সমুদ্রসীমায় টহলরত জাহাজটিকে উদ্দেশ্য করে শূন্যে দুটি গুলি ছুড়ে। জাহাজটি মার্কিন উস্কানিকে পাত্তা না দিয়ে তার মিশন চালিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর মার্কিন জাহাজটি সেখান থেকে সরে যায়।
উল্লেখ্য, ইউএসএস থান্ডারবোল্ট মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের অংশ। এটি বাহরাইন ঘাঁটি থেকে পারস্য উপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় টহল দিতে গিয়েছিল।pb/ns/-



This post has been seen 288 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮