সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গে ট্রাম্পের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৭

সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গে ট্রাম্পের নিষেধাজ্ঞা

নিউ সিলেট ডেস্ক : মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের জন্য নিষিদ্ধ হল সমস্ত পদ। বুধবার টুইটারে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটে রিপাবলিকান স্বাস্থ্য সুরক্ষা বিল মুখ থুবড়ে পড়ার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই আবার বিতর্কিত ঘোষণা করলেন ট্রাম্প। টুইটারে তিনি জানিয়েছেন, ‘সামরিক বিশেষজ্ঞ এবং আমার সেনাধ্যক্ষদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, মার্কিন সেনাবাহিনীর কোনও পদে রূপান্তরকামীদের নিয়োগ করা হবে না।
ট্রাম্প বলেন, আমাদের সেনাবাহিনীকে অপ্রতিরোধ্য ও অদম্য হওয়ার লক্ষ্য রাখতে হবে। রূপান্তরকামীদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করলে যে হারে রোগ সারানোর পিছনে খরচ বাড়বে এবং সেনার মনোঃসংযোগ ব্যাহত হবে, তা বোঝা হয়ে দাঁড়াবে।
উল্লেখ্য, ২০১৬ সালে সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়োগের বিষয়ে এক বিশেষ নীতি চালু করেন ওবামা সরকারের অধীনে নিরাপত্তা সচিব অ্যাশ কার্টার। গত অক্টোবর মাস থেকেই লিঙ্গ পরিবর্তন করার জন্য রূপান্তরকামী সেনারা সরকারি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সাহায্য পাচ্ছেন। চলতি মাসেই স্বাস্থ্য বিমার জন্য তাদের নাম নথিভুক্তিকরণের সময়সীমা শেষ হচ্ছে।dt/ns/-



This post has been seen 226 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮