সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : মহাজোট ছেড়ে বুধবার সন্ধ্যায় রাজ্যপালের হাতে পদত্যাগ পত্র তুলে দিয়েছিলেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সঙ্গে সঙ্গেই বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে আজ সকালে আবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন নীতিশ। আজ স্থানীয় সময় সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসেবে আবার শপথ নেবেন নীতিশ। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির সুশীল মোদি। দুই দলের ১৩ জন করে মুখ্যমন্ত্রী হবেন।
২০০৫ সালে এনডিএ-তে যোগ দিয়েছিলেন নীতীশ। ২০১৩ সালে মোদি প্রধানমন্ত্রী পদপ্রার্থী মনোনীত হওয়ার পরে তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করেন। এর পরে ২০১৫ সালে বিধানসভা ভোটে লালু ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে ধরাশায়ী করেন। কিন্তু সেই সরকার পড়ে গেল মাত্র ২০ মাসেই। বিজেপিতেই ফিরলেন ‘ঘরের ছেলে’। ২০ মাস আগে এই বিহার বিধানসভা ভোটেই বড় ধাক্কা খেয়েছিলেন নরেন্দ্র মোদি সরকার।
নীতিশ পদত্যাগের দশ মিনিটের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে অভিনন্দন জানান তাকে। বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপনাকে স্বাগত।
এদিকে নীতীশের ইস্তফার খবর পেয়ে তার একসময়ের জোটসঙ্গী লালু বলেন, অভিযোগ থাকা মানেই কি নীতীশ দোষী? পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত লালুর প্রশ্ন, নীতীশ যদি এতই নীতিবাগীশ, তবে ২০১৫ সালে আমার সঙ্গে হাত মিলিয়েছিলেন কী ভাবে? ক্ষমতার জন্য?
পদত্যাগের পর নীতিশ বলেন, বিহারের স্বার্থেই পদত্যাগ করলাম। আমার আর কোন রাস্তা খোলা ছিল না। দুর্নীতি প্রশয় দিতে পারব না। শোনা যাচ্ছিল, লালু-পুত্র তেজস্বীকে তিনি পদত্যাগ করতে বলেছিলেন। যদিও নীতিশ বলেন, আমি কোনদিনও কা্উকে পদত্যাগ করতে বলিনি। জবাবদিহি চেয়েছিলাম। কিন্তু, জবাবদিহি করা হয়নি। পরিস্থিতি এমন ছিল যে একসঙ্গে কাজ করা সম্ভব ছিল না।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি