সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : মসুলের নিয়ন্ত্রণ হারিয়ে কথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস আঁকড়ে ধরে আছে সিরিয়ার রাক্কা শহর। এটিকেই আইএস নিজেদের কথিত খেলাফতের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছিল।কিন্তু সেখানে এখন কুর্দি নেতৃত্বাধীন সেনাবাহিনীর সাথে অস্তিত্বের লড়াই করতে হচ্ছে আইএস যোদ্ধাদের। প্রবল লড়াইয়ের মধ্যে শহরের কাছে কুর্দি বাহিনীর হাতে ধরা পড়েছেন আইএস জঙ্গিদের বেশ কয়েকজন স্ত্রী। ধরা পড়ার পর তারা সংবাদমাধ্যমের কাছে শুনিয়েছেন কেন এবং কিভাবে তারা জঙ্গিদলে নাম লেখালেন বা জঙ্গি সদস্যকে বিয়ে করে সংসার পাতলেন যুদ্ধক্ষেত্রেই। বিবিসি এ নিয়ে প্রকাশ করে একটি ভিডিও চিত্র। তাদের জবানীতে আইএস অন্দরমহলের নানা কথা ওঠে আসে এতে।
মূলত আইএসবিরোধী লড়াইয়ে কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) রাক্কার দিকে অগ্রসর হলে তাদের অভিযানের ফলে হাজার হাজার মানুষ পালাতে শুরু করেছে। পালানো মানুষের ভিড় থেকে আইএস জঙ্গিদের বেশ কয়েকজন স্ত্রী-সন্তান কুর্দি বাহিনীর হাতে ধরা পড়ে। তাদেরকে আশ্রয় শিবিরে নেয়া হলে সেখানে তাদের সাথে কথা বলেন বিবিসি সাংবাদিকরা।
আইএসে কেন এবং কিসের মোহে যোগদান করেন? বিবিসির সাংবাদিক সাইমা খলিলের এরকম প্রশ্নে হিজাব পরিহিত এক জঙ্গি স্ত্রী জানান, সিরিয়ায় আইএসের নানা ধরনের ভিডিও দেখতাম আমরা। ওই সব ভিডিওতে ইসলামি গান থাকত। তাদেরকে দেখলাম ইসলামি শরিয়ত কার্যকর করতে। এসব দেখে ভালো লেগে যায়, তখন রাক্কায় গিয়ে বসবাস করতে মন চায়। তবে সেখানে এসে ওই মহিলার মোহভঙ্গ হয় বলে জানান। তার মতে ভিডিওতে যে সব চিত্র দেখে তিনি আইএসে যোগ দিতে উদ্বুদ্ধ হয়েছিলেন বাস্তবে তা ছিল ভিন্ন। ভিডিওতে মানুষ হত্যার চিত্র তেমন একটা ছিল না কিন্তু সেখানে গিয়ে নির্বিচারে মানুষ হত্যা দেখে তার মোহভঙ্গ হয়।
অন্য আরেক জঙ্গি স্ত্রী জানান, তাদের মধ্যে কেউ কেউ যুদ্ধে অংশ নিতেন। আইএসের মহিলা যোদ্ধাদের একটা পৃথক ব্রিগেড আছে বলে জানান তিনি। এ ছাড়া নারী বন্দীদের নিয়ন্ত্রণ করতে তাদের সাহায্য নেয়া হত। আবার তাদের মধ্যে কেউ যদি আইএসের সমালোচনা করত নেতা গোছের একধরণের মহিলা তাদের ওপর নির্যাতন চালাতেন এবং গুপ্তচর হিসেবে আখ্যায়িত করা হত।
ভিডিওচিত্রটিতে ভুল সিদ্ধান্তের জন্য নিজেদের দোষারোপ করেন এসব জঙ্গি স্ত্রীরা। এক জঙ্গি স্ত্রী আইএসে যোগ না দিতে নারীদেরকে আহবান করেন। তিনি বলেন, আইএসের সাথে যুক্ত হলে বেহেশতে যেতে পারবে না। এজন্য দোজখই একমাত্র গন্তব্য বলে তিনি মত প্রকাশ করেন।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি