সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : প্রিন্সেস ডায়নার সমাধি খুঁড়ে চারবার তার মরদেহ চুরির চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন ডায়নার ভাই এর্ল স্পেন্সার। বিবিসি রেডিও ৪কে দেয়া এক সাক্ষাৎকারে স্পেন্সার বলেছেন, গত ২০ বছরে আমরা দেখেছি চারবার সমাধি খুঁড়ে ডায়নার মরদেহ চুরির চেষ্টা করা হয়েছে। তবে ভালো কথা হলো প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে।
স্পেন্সার আরও বলেন, আমাদের চারপাশে অদ্ভুত কিছু মানুষজন রয়েছেন। আর সে কারণেই তাকে এখানেই রাখাটাই সবচেয়ে নিরাপদ। তবে অনেকে আবার বলছেন, উচ্চমূল্যে বিক্রির আশায় আসলে ডায়ানার সমাধির ছবি তোলার চেষ্টা করছেন কেউ। ম্যাজেস্টি ম্যাগাজিনের সম্পাদক ইনগ্রিড সেওয়ার্ড বলছেন, কেউ হয়তো ছবি তুলে ইউরোপীয় বার্তা সংস্থার কাছে তা বিক্রির চেষ্টা করে থাকতে পারে। ব্রিটিশ গণমাধ্যমে ওসব ছবি চলবে না।
উল্লেখ্য, ৩৬ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস ডায়ানা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি