সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে গতকাল বিশ্বের শীর্ষ ধনীর তালিকার প্রথমে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। কিন্তু জেফ বেজোস মাত্র একদিন টিকে ছিলেন। অ্যামাজনের শেয়ারের দাম কমে যাওয়ায় আবার শীর্ষ ধনীর আসনে ফিরে এসেছেন বিল গেটস। খবর বিবিসি।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্বের শীর্ষ ধনী হিসেবে টিকে ছিলেন জেফ বেজোস। গতকাল শেয়ারবাজারে অ্যামাজনের শেয়ারের দাম ২ দশমিক ৫ শতাংশ বাড়ে। ফলে বেজোসের মোট সম্পদমূল্য বিল গেটসকে ছাড়িয়ে যায়। কিন্তু এরপর বেজোসের মালিকানাধীন অ্যামাজনের শেয়ারের দর আবার কমে যায়। ফলে বিল গেটস তার শীর্ষ স্থান ফিরে পান। জেফ বেজোসের আগে গত বছর বিল গেটসকে টপকেছিলেন স্প্যানিশ রিটেইল জায়ান্ট আমান্সিও ওরতেগা। ওরতেগা শুধুমাত্র দু’দিন শীর্ষস্থান ধরে রাখতে পেরেছিলেন। ২২ বছর আগে বড় বেতনের হেজ ফান্ডের চাকরি ছেড়ে নিজের গ্যারেজ থেকে অনলাইনে বই বিক্রি শুরু করেছিলেন বেজোস। তার হাত ধরে অ্যামাজনের যাত্রা ১৯৯৪ সালে অনলাইনে বই বিক্রির মধ্য দিয়ে। ৫৩ বছর বয়সী বেজোসের মালিকানায় রয়েছে অ্যামাজনের ১৭ শতাংশ শেয়ার। এই কোম্পানিটির বর্তমান বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।n24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি