ট্রাম্পের উপ-সহকারীর ঢাকা সফর স্থগিত

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৭

ট্রাম্পের উপ-সহকারীর ঢাকা সফর স্থগিত

নিউ সিলেট ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের উপ-সহকারী ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জ্যেষ্ঠ নির্বাহী লিজা কার্টিসের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এ কর্মকর্তার ভারত সফর শেষে ৩০ জুলাই একদিনের সফরে ঢাকায় আসার কথা ছিল। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাস এ নিয়ে প্রস্তুতিও নিয়েছিল। এর অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। লিজার বিভিন্ন কর্মসূচিও চূড়ান্ত করা হয়। কেন সফর স্থগিত করা হয়েছে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, বিষয়টি অস্বাভাবিক নয়। পরবর্তীতে এ সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে।n24/ns/-



This post has been seen 160 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮