রাজনীতি ছাড়ার ঘোষণা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৭

রাজনীতি ছাড়ার ঘোষণা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউ সিলেট ডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ঘোষণা দিয়েছেন, পানামগেট কেলেংকারি নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়ার পর মন্ত্রিত্ব এবং ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা দেবেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেদিন সুপ্রিম কোর্ট রায় দেবে সেদিনই আমি পদত্যাগ করব এবং আর কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।
রাজধানী ইসলামাবাদে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন চৌধুরী নিসার। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে শাহবাজ শরীফ ও চৌধুরী নিসারের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হলো। শাহবাজের সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী ইসহাক দার, রেলওয়েমন্ত্রী খাজা সাদ রফিক ও জ্বালানিমন্ত্রী শহীদ খাকান আব্বাসিসহ দলের বেশ কেয়কজন নেতা।
গত দেড় মাসে চৌধুরী নিসারকে দলের কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি কেন- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো ভুল ট্রেনের যাত্রী নই। তিনি জানান, দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর জন্য তিনি শিগগিরি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সূত্র: পার্স টুডে dt/ns/-



This post has been seen 184 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮