সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে আরেকটি বিজয় অর্জন করেছে ফিলিস্তিনি জাতি। ফিলিস্তিনি জনগণের প্রবল আন্দোলনের মুখে ইসরায়েল আল-আকসা মসজিদের প্রবেশমুখ থেকে সব প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বাধ্য হওয়ার পর এ কথা বললেন তিনি।
হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া এক বাণীতে বলেন, আল-আকসা মসজিদের প্রবেশপথ থেকে দখলদাররা মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়ায় প্রমাণিত হলো- ইসরায়েলের দমনপীড়নের হাতিয়ারগুলো ফিলিস্তিনি জাতির প্রবল ইচ্ছাশক্তির সামনে অসহায়।
হামাস নেতা বলেন, আল-আকসা মসজিদ রক্ষায় ফিলিস্তিনিরা কতটা সক্ষম তা তারা গত ১২ দিনের আন্দোলনে নিজেদের শত্রু-মিত্র নির্বিশেষে সবার সামনে প্রমাণ করেছে। ইহুদিবাদী শত্রুরা ফিলিস্তিনি, আরব ও মুসলিম জাতিগুলোর ইচ্ছাশক্তির সামনে চরম অপমানিত অবস্থায় আত্মসমর্পণ করেছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও এক বিবৃতিতে আল-আকসা মসজিদের সামনে থেকে মেটাল ডিটেক্টর খুলে নেয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করে বলেছে, ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আন্দোলনের কারণেই এই বিজয় সম্ভব হয়েছে।
সূত্র: পার্স টুডেdt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি