এবার চিফ অব স্টাফকে সরালেন ট্রাম্প

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৭

এবার চিফ অব স্টাফকে সরালেন ট্রাম্প

নিউ সিলেট ডেস্ক :  ট্রাম্প টুইট করে তার চিফ অব স্টাফকে বদলানোর ঘোষণা দিয়েছেন। ফলে মোট ছয়মাসের মাথায় অপসারিত হলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা রেইন্স প্রাইবাস। নতুন চিফ অব স্টাফ হচ্ছেন হোমল্যান্ড সিকিউরিটির ডিরেক্টর জেনারেল জন কেলি। তার নামটিও টুইটের মাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প।
শুক্রবার বিকেলে ধারাবাহিকভাবে কয়েকটি টুইটের মাধ্যমে এই পরিবর্তনের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য মার্কিন গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, বৃহস্পতিবার প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পেশ করেন প্রাইবাস।
হোয়াইট হাউসের মুখপাত্র জানান, আগামী সোমবার থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন জেনারেল কেলি।
নতুন কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচির নিয়োগের পর থেকেই চাপে ছিলেন প্রাইবাস। গণমাধ্যমের কাছে গোপন তথ্য ফাঁস করছেন, প্রাইবাসের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। এরকম অভিযোগ নিয়ে একটি টুইটও করেন স্কারামুচি। যদিও অনতিবিলম্বে তা মুছে ফেলেন তিনি। এরকম প্রেক্ষাপটেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এলো এই পরিবর্তনের ঘোষণা। রিপাবলিকান পার্টি ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সর্বশেষ যোগসূত্র ছিলেন রেইন্স প্রাইবাস। তাকে অপসারণের পর এখন ট্রাম্প প্রশাসনে তার অনুগতরা ছাড়া আর কেউ রইল না।
নতুন চিফ অব স্টাফ জন কেলি মেরিন কর্প থেকে অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেল। বর্তমানে তিনি হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে আছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ণনায় তিনি একজন ‘গ্রেট আমেরিকান’ এবং ‘সত্যিকারের তারকা’।dt/ns/-



This post has been seen 202 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮