সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : তাইওয়ানের দিকে এ বছরের প্রথম টাইফুন ধেয়ে আসছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ দ্বীপটির ট্রেন চলাচল স্থগিত ও স্কুলগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
দ্বীপটির পূর্ব উপকূলে টাইফুন নেসাত এর প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং ঝড়ো হাওয়া বইছে। শুক্রবার এটি মাঝারি আকারের ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি শনিবার রাতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গ্রিনিচ মান সময় ০২১৫টায় টাইফুন নেসাত হুয়ালাইন কাউন্টি থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এ সময় ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ ১৩৭ কিলোমিটার।
তাইওয়ানের আবহাওয়া ব্যুরো সতর্ক করে বলেছে, কাউন্টিগুলোর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মুষলধারে এবং কোন কোন এলাকায় গ্রীষ্মকালীন ঝড়ের পাশাপাশি ৯০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দূরবর্তী দুটি দ্বীপের স্কুল ও অফিস আদালত বন্ধ করে দেয়া হয়েছে।
শনিবার পূর্ব উপকূলের অধিকাংশ ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আকাশ যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পূর্ব ও দূরবর্তী দ্বীপগুলোর অভ্যন্তরীণ ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। দুর্যোগ পরবর্তী ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য ৩৬ হাজারের বেশি সৈন্য প্রস্তুত রাখা হয়েছে।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি