১ আগস্ট পাকিস্তানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৭

১ আগস্ট পাকিস্তানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন

নিউ সিলেট ডেস্ক : পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ১ আগস্ট জাতীয় সংসদের নিম্নকক্ষের অধিবেশন ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেইন।
পানামা পেপার্স কেরেঙ্কারিতে অভিযুক্ত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সুপ্রিমকোর্ট অযোগ্য ঘোষণার পর প্রেসিডেন্ট মামনুন হোসেইন এ সিদ্ধান্ত নিলেন। শুক্রবার আদালতের ওই রায়ের ফলে নওয়াজ শরীফ মেয়াদ পূর্ণ হওয়ার আগে তৃতীয়বারের মতো ক্ষমতা ছাড়ার রেকর্ড করলেন। এ দফায় মেয়াদ শেষ হওয়ার জন্য আর মাত্র বছরখানেক সময় বাকি ছিল। ২০১৮ সালে পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
প্রেসিডেন্ট মামনুন হোসেইনের দপ্তরের কয়েকটি সূত্র বলেছে, মঙ্গলবার বিকেল তিনটায় সংসদের অধিবেশন বসতে পারে এবং এ অধিবেশনে শুধু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি এজেন্ডা হিসেবে থাকবে।
প্রধানমন্ত্রীর পদে নির্বাচনের জন্য রবিবার বেলা তিনটা থেকে ৩১ জুলাই বেলা দুইটা পর্যন্ত মনোননয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র জমা পড়ার পর তা বাছাই করবেন জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিক।
অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফের দল সাবেক জ্বালানিমন্ত্রী শাহীদ খাকান আব্বাসিকে চূড়ান্ত করেছেন। অন্যদিকে, বিরোধী পক্ষের প্রার্থী হিসেবে আওয়ামী মুসলিম লীগের সভাপতি শেখ রশীদ আহমেদকে সমর্থন দিয়েছে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পার্টি। নওয়াজ শরীফের বিরুদ্ধে মামলা করেছিলেন শেখ রশীদ। তবে সংসদে দলীয় প্রার্থী বিজয়ী করার মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে নওয়াজ শরীফের মুসলিম লীগের।
পিএমএল-এন শাহবাজ শরিফকে নিজেদের পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। তবে নওয়াজের ভাই শাহবাজের পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে জাতীয় পরিষদে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া শেষ করার ৪৫ দিনের সময়টা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বটা পালন করবেন শহিদ খাকান আব্বাসি। ৩৪২ আসনের পাকিস্তানের জাতীয় পরিষদে নওয়াজের দল পিএমএল-এন এবং তার শরিকদের আসনসংখ্যা ২০৯। ফলে শাহবাজ শরিফই যে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন, সেটা অনেকটাই নিশ্চিত।dt/ns/-



This post has been seen 205 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮