সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : অস্ট্রেলিয়ার পুলিশ দেশটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। সন্ত্রাসীরা একটি বিমান ভূপাতিত করার ষড়যন্ত্র করছিল। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
তদন্তকারীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা ‘ইমপ্রোভাইজড ডিভাইস’ ব্যবহার করে একটি বিমান বিস্ফোরিত করার পরিকল্পনা করছিল, এমন তথ্য তাদের কাছে ছিল।
ম্যালকম টার্নবুল বলেন, একটি বড়সড় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে সন্ত্রাসীদের এই পরিকল্পনা ভেস্তে যায়। ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ এবং অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সদস্যরা সিডনির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি জানায়, সারি হিলস, লাকেম্বা, ওয়াইলি পার্ক এবং পাঞ্চবৌলে এসব অভিযান চালানো হয়। একজন নারী দাবি করেছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে তার স্বামী এবং ছেলে রয়েছে। এরা কোন চরমপন্থার সঙ্গে যুক্ত নয় বলে ওই নারীর দাবী। তাদের সারি হিলস থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার অ্যান্ড্রো কলভিন বলেন, গ্রেপ্তারকৃত চারজন ‘ইসলামিক মতাদর্শে’ প্রলুব্ধ হয়েছিলেন। গোয়েন্দারা সিডনিতে হামলা হতে পারে এরকম একটি তথ্য পেলেও, কবে এবং কখন এই হামলা হবে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানত না। এই ঘটনায় প্রথমে সিডনি বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা আরোপ করা হলেও এখন দেশজুড়ে তা বাড়ানো হয়েছে। আকাশপথে যারা ভ্রমণ করছেন, তাদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়ে টার্নবুল বলেন, ‘তাদের উচিত আস্থার সঙ্গে নিজ নিজ কাজ অব্যাহত রাখা’।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি