সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : প্রবল বিক্ষোভের জেরে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ বিমানবন্দরে নামার পরই মুম্বাইয়ে ফেরত পাঠানো হল নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে।
ঔরঙ্গাবাদ পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মুম্বাই থেকে বিমানে গত শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ ঔরঙ্গাবাদ চিকাল থানা বিমানবন্দরে নামেন লেখিকা। সে সময় বিমান বন্দরের বাইরে জড়ো হয়েছিলেন প্রায় কয়েকশো বিক্ষোভকারী। তারা প্ল্যাকার্ড হাতে ‘তসলিমা ফিরে যাও’ স্লোগান দিতে থাকেন। এমতাবস্থায় লেখিকা বিমানবন্দরের বাইরে বের হতে চাইলে তাকে বাধা দেয় পুলিশ। পরে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশের পরামর্শে মুম্বাই ফিরে যান তসলিমা।
ঔরাঙ্গবাদ পুলিশের ডেপুটি কমিশনার (জোন ২) রাহুল শ্রীরাম বলেন, মধ্য মহারাষ্ট্রে আইন ও শৃঙ্খলাজনিত সমস্যা এড়াতেই লেখিকাকে পরবর্তী বিমানেই মুম্বাই ফেরত পাঠানো হয়।
জানা যায়, মহারাষ্ট্রে তিন দিন ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তসলিমার। তিনি অজিন্ঠা এবং ইলোরাতে ঘুরতে যাবেন। সে কারণে ঔরঙ্গাবাদের একটি হোটেলে দুইটি রুম বুক করাও ছিল। শনিবার বিকাল থেকে ওই হোটেলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন এক দল জনতা। এই গোটা বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা ইমতিয়াজ জলিল। যিনি ঔরঙ্গাবাদ সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রের বিধায়কও। ইমতিয়াজ মনে করেন, ‘তসলিমার লেখা গোটা বিশ্বের মুসলিমদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। তাই আমরা শহরের মাটিতে তাকে পা ফেলতে দেব না।
গত মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়িয়েছে। সুইডেনের বাসিন্দা এই লেখিকা ২০০৪ সাল থেকে ভারতে থাকার জন্য ভিসায় অনুমোদন পেয়ে আসছেন।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি