কুর্দিদের স্বায়ত্তশাসিত সরকার নির্বাচনের ঘোষণা সিরিয়ায়

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৭

কুর্দিদের স্বায়ত্তশাসিত সরকার নির্বাচনের ঘোষণা সিরিয়ায়

নিউ সিলেট ডেস্ক : সিরিয়ার গৃহযুদ্ধে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় কুর্দি নেতৃত্বাধীন প্রশাসন স্থানীয় পরিষদের এবং আঞ্চলিক প্রশাসনিক নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে।
মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক বাহিনীর (এসডিএফ) দখলে নেয়া সিরিয়ার উত্তরাঞ্চলের বিশাল অঞ্চল যেটি পশ্চিম কুর্দিস্তান নামে পরিচিত, এখন নিয়ন্ত্রণ করছে কুর্দিরাই।
রয়টার্স সূত্রে জানা যায়, নভেম্বরে স্থানীয় সম্প্রদায়গুলো নিয়ে স্থানীয় নির্বাচন করবে কুর্দিরা, এরপর জানুয়ারিতে পুরো অঞ্চল নিয়ে নিজেদের প্রাদেশিক নেতৃত্ব নির্বাচন করা হবে। সিরিয়ায় ছয় বছরের গৃহযুদ্ধের শুরুতে কুর্দি গোষ্ঠী স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য সরকারের সাথে চুক্তি করেছে। এতে তারা দামেস্ক থেকে আলাদা হতে স্বাধীনতা চায় না বলে জানিয়েছে। সিরিয়ায় কুর্দিদের স্বায়ত্তশাসিত সরকারকে তুরস্কের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে দেশটি দক্ষিণ সীমান্তে কুর্দি রাজনৈতিক গোষ্ঠী নিয়ে শঙ্কিত। সিরিয়ায় কুর্দিদের প্রাদেশিক সরকার নির্বাচনের ফলে তুরস্কের সীমান্তবর্তী কুর্দিরাও একই ধরণের সিদ্ধান্তের জন্য চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, কুর্দি গেরিলারা ৩০ বছরেরও বেশি ধরে তুরস্কের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। সূত্র: নিউ আরবpb/ns/-



This post has been seen 214 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮