কাবুলে আত্মঘাতী হামলা’ আইএসের দায় স্বীকার

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৭

কাবুলে আত্মঘাতী হামলা’ আইএসের দায় স্বীকার

নিউ সিলেট ডেস্ক : সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকের দূতাবাসের সামনে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনায় ২ দূতাবাস কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ ৩ জন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার সকালে দূতাবাসের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় হয়।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা দূতাবাসের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এর পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে। এ সময় তাদের সাথে হামলাকারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
এ দিকে অভিযান শেষে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা সকলে নিহত হয়েছে। তবে হামলাকারীরা সংখ্যায় কতজন ছিল সে ব্যাপারে কিছুই জানায়নি তারা।
বিবিসি জানায়, ঘটনার পরপরই কথিত জঙ্গি সংগঠন আইএস এ হামলার জন্য দায় স্বীকার করে। এর আগের সোমবারও কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় এক গাড়ী বোমা হামলায় ৩০ জন নিহত হন। তালেবান জঙ্গিরা এ হামলা চালিয়েছিল বলে কর্তৃপক্ষ ধারণা করে। মে মাসের ৩১ তারিখও বড় ধরণের বোমা হামলায় ১৫০ শ’র বেশি নিহতের ঘটনা ঘটে।pb/ns/-



This post has been seen 204 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮