সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : ধর্ষণের শিকার নারীকে বিয়ে করলেই মামলা তুলে নেয়ার বিধান ছিল জর্দানে। তিন বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ না ঘটানোরও আইন ছিল। তবে ধর্ষণের শিকার নারীকে বিয়ে করে আর শাস্তি এড়াতে পারবে না ধর্ষক। এমন একটি আইন বাতিলের পক্ষে ভোট দিয়েছেন সেদেশের সাংসদরা। খবর দ্য গার্ডিয়ানের।
মঙ্গলবার জর্ডানের পার্লামেন্টের নিম্নকক্ষ ৩০৮ ধারা নামের ওই বিতর্কিত আইনটি বাতিলের পক্ষে ভোট দেয়। তবে ওই আইন কার্যকর হওয়ার আগে পার্লামেন্টের উচ্চকক্ষ এবং বাদশার অনুমোদন লাগবে। দীর্ঘদিন ধরেই আইনটি বাতিলের জন্য আন্দোলন করে আসছিলেন মানবাধিকার ও নারী অধিকারকর্মীরা। তবে ওই আইনের ফলে ধর্ষণের শিকার নারীদের সামাজিক দুর্নামের হাত থেকে রক্ষা করা সম্ভব হতো বলে দাবি করেছেন অনেকেই। আইনটি বাতিল হওয়ার প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়ায় নারী অধিকারকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা এই পদক্ষেপকে নারী আন্দোলনের বিজয় বলে আখ্যায়িত করেন। অল্প কয়েকটি দেশের মতো জর্দানেও এ ধরণের আইন রয়ে গিয়েছিল। কিছুদিন আগে তিউনিসিয়া ধর্ষণ সংক্রান্ত এ ধরনের আইন বাতিল করেছে। লেবাননেও এ রকম একটি আইন সংস্কারের প্রক্রিয়া চলছে। তবে আলজেরিয়া, ইরাক, কুয়েত, লিবিয়া, সিরিয়া, এবং ফিলিস্তিনে এখনো এ ধরনের আইন রয়েছে।n24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি