টাটকা ইলিশ নিতে তৃণমূল এমপি বাংলাদেশে

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৭

টাটকা ইলিশ নিতে তৃণমূল এমপি বাংলাদেশে

নিউ সিলেট ডেস্ক : দলের নেতাকর্মী ও পরিচিতজনদের জন্য এক ইলিশ উৎসবের আয়োজন করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল। প্রায় দুই হাজার অতিথিদের সম্মানে আয়োজিত উৎসবে টাটকা ইলিশের জন্য বাংলাদেশে আসার চিন্তা-ভাবনা করছেন তিনি। অতিথিদের পাতে টাটকা ও সুস্বাদু ইলিশ তুলে দিতেই পরেশ বাংলাদেশ থেকে ইলিশ কিনতে আসবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম। শহরের মানুষকে টাটকা ইলিশের স্বাদ দিতে আগামী ২০ আগস্ট বেলেঘাটায় ইলিশ উৎসবের আয়োজন করেছেন পরেশ। তবে উৎসবের জন্য ইলিশ নিতে বাংলাদেশে আসার খবরটি এখনও আলোচনার স্তরে রয়েছে বলে জানিয়েছেন পরেশের ঘনিষ্ঠজনেরা।
প্রতি বছরই পরেশ ইলিশ উৎসবের আয়োজন করেন। এ উৎসবে দেড় থেকে দুই হাজার অতিথিরা অংশ নেন। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারাও এতে অংশ নেন। কিন্তু সেই উৎসবের জন্য কলকাতার ইলিশে তেমন ভরসা নেই বেলেঘাটার বিধায়ক পরেশের। তাই টাটকা ইলিশের খোঁজে বাংলাদেশে আসার পরিকল্পনা তার। তবে বাংলাদেশ থেকে পশ্চিমমঙ্গে ইলিশ আসা বন্ধ থাকায় উৎসবের ইলিশ তিনি নিতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন পরেশ।
পরেশ এ বিষয়ে বলেন, অন্যবারের মতো এবারও বাংলাদেশের ইলিশ আনা নিয়ে আশাবাদী। এখন শুধু এটুকুই বলতে পারি। তবে এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি। পরেশের অভিযোগ, টাটকা ইলিশের নামে শহরের ক্রেতাদের ঠকাচ্ছেন মাছ বিক্রেতারা। বর্তমানে শহরে যে ইলিশ বিক্রি হচ্ছে, সেগুলো মুম্বাই ও মিয়ানমার থেকে আনা ইলিশ। এতে প্রকৃত ইলিশের স্বাদ নেই।n24/ns/-



This post has been seen 176 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১