সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : প্রথমবারের মত বিদেশের মাটিতে সামরিক ঘাঁটি স্থাপন করল চীন। আফ্রিকা মহাদেশ ও পশ্চিম এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করতে মঙ্গলবার জিবুতিতে আনুষ্ঠানিকভাবে এ সামরিক ঘাঁটি চালু করা হয়। চীনের পিপলস লিবারেশন আর্মির ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পতাকা উড়িয়ে ঘাঁটিটি উদ্বোধন করা হয়।
এতদিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্কের মত শক্তিধর রাষ্ট্রগুলোর বিদেশের মাটিতে সামরিক ঘাঁটি থাকলেও সে দিক দিয়ে পিছিয়ে ছিল চীন। এবার তাদের কাতারেও পা রাখল দেশটি। কৌশলগত অবস্থানের কারণে জিবুতিকে বেছে নিল বেইজিং। লোহিত সাগর হয়ে সুয়েজ খালে প্রবেশদ্বারের কাছেই জিবুতির অবস্থান। দেশটিতে অবশ্য আমেরিকা, জাপান ও ফ্রান্সের সামরিক ঘাঁটি রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চীনের নৌবাহিনীর উপ-কমান্ডার তিয়ান ঝং এবং জিবুতির প্রতিরক্ষামন্ত্রীসহ তিনশোরও বেশি মানুষ অংশ নিয়েছে। ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত জিবুতিতে চীনের এই সামরিক ঘাঁটি স্থাপনে উদ্বিগ্নতা প্রকাশ করেছে ভারত। ভারতের আশঙ্কা, এই নৌঘাঁটিকে কেন্দ্র করে ওই অঞ্চলে প্রভাব বিস্তার করবে চীন, যা ভারতের স্বার্থের জন্য অনুকূল নয়। উল্লেখ্য, জিবুতির অবস্থান ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে। নয়াদিল্লি মনে করে, বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে চীনের সামরিক ও বাণিজ্যিক পরিকাঠামো গড়ে তোলার যে ‘স্ট্রিং অব পার্লস’ বা মুক্তোর মালা নামে পরিচিত পরিকল্পনা আছে, জিবুতি হবে চীনের নতুন আরও এক ‘স্ট্রিং অব পার্লস’।
তবে বেইজিং বলছে, আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় শান্তিরক্ষা ও মানবিক সাহায্য প্রদানে চীনের অংশগ্রহণ নিশ্চিত করতে এই ঘাঁটি স্থাপন করা হয়েছে। এই অঞ্চলের সামরিক সহযোগিতা, নৌবাহিনী এবং উদ্ধার অভিযানেও অংশ নেবে চীনের সেনারা। চীনের সরকারনিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল টাইমস-এর সম্পাদকীয়তে বলা হয়, ‘চীনের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যেই দেশের সামরিক উন্নয়ন অপরিহার্য। এটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে নয়। সম্প্রতি আফ্রিকায় বিনিয়োগ বৃদ্ধি ও দ্রুত সামরিক ব্যবস্থার আধুনিকীকরণে কাজে এগিয়ে এসেছে চীন। ২০১৫ সালে আফ্রিকার দেশগুলির এক সম্মেলনে আফ্রিকার উন্নয়নে ছ’হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করে চীন। এর মাধ্যমে এ অঞ্চলে নিজের প্রভাব বাড়াত চীনের তৎপড়তা লক্ষ করা যায়।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি