তুরস্কে তিন বাহিনীতে রদ বদল

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৭

তুরস্কে তিন বাহিনীতে রদ বদল

নিউ সিলেট ডেস্ক : সেনা, নৌ ও বিমান বাহিনী পদে বড় ধরণের পরিবর্তন এনেছে তুরস্ক । সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার এক বছর পূর্তির পর এই পরিবর্তন এলো দেশটির সামরিক বাহিনীতে। দেশটির সর্বোচ্চ সামরিক পরিষদের (ইয়াস) দ্বি-বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। ইয়াসের গৃহীত এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের অনুমতিতে কার্যকর হয়। স্থানীয় সময় সন্ধ্যায় ইয়াসের কর্মকর্তাদের সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেন প্রেসিডেন্ট এরদোয়ান। এরপরই এ রদবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হয়।
তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন জানান, সেনাবাহিনীর সাবেক কমান্ডার জেনারেল ইয়াসার গুলারকে নতুন করে তুরস্কের সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ভাইস অ্যাডমিরাল আদনান ওজবালকে এবং বিমান বাহিনীর প্রধান পদে নিযুক্ত হচ্ছেন জেনারেল হাসান কুসুকাকাইয়াজ। এর আগে ২০১৫ সালের আগস্ট থেকে তুরস্কের সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন চার-তারকা জেনারেল হুলুসি আকবর। প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর পর তিনি বিমান, নৌসহ পুরো সশস্ত্র বাহিনীরই সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন।তার স্থলাভিষিক্ত হলেন সাবেক কমান্ডার জেনারেল ইয়াসার গুলার। আগের বিমান বাহিনীর প্রধান জেনারেল আবিদিন উনালও একই বছরে দায়িত্ব পান।তবে ২০১৩ সাল থেকে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডমিরাল বুলেন্ত বোস্তানোগলু। এ তিন জনই ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ানের আস্থাভাজন। গত বছরের অভ্যুত্থান চেষ্টায় তারা এরদোয়ানের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন। সে সময় তুর্কি প্রেসিডেন্ট এ তিন বাহিনী প্রধানকে পাশে রেখেই সংবাদ সম্মেলন করেছিলেন। তবে হঠাৎ সিদ্ধান্তে কেন তিন বাহিনীর শীর্ষ পর্যায়ে এ পরিবর্তন আনা হল তাৎক্ষণিকভাবে জানা যায়নি।pb/ns/-



This post has been seen 212 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮