ফের দুবাই টর্চ টাওয়ারে আগুন

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৭

ফের দুবাই টর্চ টাওয়ারে আগুন

নিউ সিলেট ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মেরিনা এলাকায় টর্চ টাওয়ারে ফের ভয়াবহ আগুন লেগেছে। এ নিয়ে গত দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আগুন লাগলো ৭৯ তলা বিশিষ্ট আবাসিক একটি ভবনটিতে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র বিবিসি, রয়টার্স।
২০১৫ সালে আগুন লেগে টর্চ টাওয়ারটির ৫১তলা থেকে ওপরের ২০টি তলা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রথম প্রহরে টর্চ টাওয়ারটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পরপরই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। এছাড়া আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবির ফুটেজে ভবনজুড়ে আগুন ছড়িয়ে পড়ার দৃশ্য দেখা গেছে। আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ উপর থেকে নিচে পড়ছে।
২০১১ সালে চালু হওয়া ভবনটিতে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। চালু হওয়ার সময় এটিই ছিল বিশ্বের সবচেয়ে বড় আবাসিক ভবন। পরে আরও কয়েকটি ভবন এই টাওয়ারকে ছাড়িয়ে যায়।dt/ns/-



This post has been seen 200 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮