চীন সীমান্তে ভারতের অতিরিক্ত সেনা মোতায়েন

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৭

চীন সীমান্তে ভারতের অতিরিক্ত সেনা মোতায়েন

নিউ সিলেট ডেস্ক : চীন সীমান্তের ভিতরে ভারতের অতিরিক্ত সেনা মোতায়েন এবং রাস্তা নির্মাণের অভিযোগ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভুটান সীমান্তে চীন কর্তৃক রাস্তা নির্মাণ এবং ভারত-চীনের সেনাবাহিনী একে অপরের সীমান্তে অনুপ্রবেশের জেরে চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের অভিযোগ করল। খবর রয়টার্সের।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সীমান্তে কোনো ধরনের বাড়তি সেনা মোতায়েন করেনি ভারত। তবে সেই তথ্যের কোনো সূত্র উল্লেখ করেনি এনডিটিভি। চীনের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে তিন হাজার পাঁচশ কিলোমিটারের। ডকলামে চীনের রাস্তা নির্মাণ নিয়ে সংকট এখন চরমে। ডকলামে প্রবেশ করে ভারত অবৈধভাবে তাদের নির্মাণ কাজে বাধা দেয়ার অভিযোগ করছে চীন।
অন্যদিকে ভুটানের দাবি, ডকলাম তাদের ক্ষুদ্র ভূখণ্ডেরই অংশ। ভুটানের মিত্র দেশ ভারত। সেখানে রাস্তা নির্মাণ ঠেকাতে আগে থেকেই সেনা মোতায়েন করে রেখেছে দেশটি। এতে সংকট আরও বেড়ে যায়। ডকলামে অতিরিক্ত সেনা মোতায়েন শুরু করে চীন-ভারত উভয় দেশ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, ভারত অবৈধভাবে তাদের সীমান্তের ভিতরে অবস্থান করছে এক মাসেরও বেশি সময় ধরে। সীমান্তের কাছেই সড়ক নির্মাণ করছে তারা। সেখানে বিপুল সংখ্যক সেনাও মোতায়েন করে রেখেছে। বলার অপেক্ষা রাখে না যে, তা শান্তির জন্য নয়।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, অবিলম্বে অনুপ্রবেশকারী সেনাদের ভারতকে সরিয়ে নিতে হবে। অবশ্য ভারত যদি সত্যিকার অর্থে শান্তি চায় তাহলে। সম্প্রতি চীনা সেনাবাহিনীর অন্তত ৫০ সদস্য ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বারোহাতি এলাকায় অনুপ্রবেশ করে সেখানকার লোকজনকে ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয়ার অভিযোগ করেছে নয়াদিল্লি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলছে, বারোহাতিতে অনুপ্রবেশের পর প্রায় দুই ঘণ্টা অবস্থান করেছিল চীনা সৈন্যরা।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ভারতের অংশে আটশ মিটার থেকে এক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল চীনের সৈন্যরা। সেখানকার লোকজনকে গবাদি পশুসহ ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দিয়েছে তারা। গত বছর একই সময়ে চীনা সৈন্যরা ওই এলাকায় অনুপ্রবেশ করেছিল।n24/ns/-



This post has been seen 219 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮