ট্রাম্পের উপর ৬১ শতাংশ মার্কিনি অসন্তুষ্ট

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৭

ট্রাম্পের উপর ৬১ শতাংশ মার্কিনি অসন্তুষ্ট

নিউ সিলেট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন আরেক দফা কমেছে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে হোয়াইট হাউসের দুর্বল তৎপরতাকে কেন্দ্র করে ট্রাম্পের প্রতি মার্কিন জনসমর্থনে ধস নেমেছে বলে মতামত জরিপে উঠে এসেছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের মতামত জরিপে মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের প্রতি তাদের সমর্থনের কথা ব্যক্ত করেন। অন্যদিকে ট্রাম্পের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ৬১ শতাংশ মানুষ। জুনের শেষ সপ্তাহে পরিচালিত একই ধরনের মতামত জরিপে ট্রাম্পের প্রতি ৪০ শতাংশ মার্কিন নাগরিক সমর্থন ব্যক্ত করেছিল। বর্তমানে তা আরো ৭ শতাংশ কমেছে বলে সর্বশেষ মতামত জরিপে উঠে এসেছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের মতামত জরিপে বলা হয়েছে, পররাষ্ট্র নীতি, অর্থনীতি, অভিবাসী, স্বাস্থ্যসেবা এবং সন্ত্রাসবাদের বিষয়ে ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন বলে মার্কিন জনগণ মনে করছেন। বেশিরভাগ মার্কিন নাগরিক মনে করছেন, ট্রাম্প সৎ নন। এছাড়া, তার মধ্যে নেতৃত্বের দক্ষতা নেই এবং তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেননি। সর্বোপরি তিনি মার্কিন ভোটারদের মতামতের প্রতি তোয়াক্কা করেননি বলেও মনে করা হচ্ছে। সূত্র: পার্স টুডেdt/ns/-



This post has been seen 246 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮