জেল ফেরত হামাস এমপি ফের গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৭

জেল ফেরত হামাস এমপি ফের গ্রেফতার

নিউ সিলেট ডেস্ক : ফিলিস্তিনের হামাসের এক এমপিকে গ্রেফতার করে নিয়ে গেছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার ইসরাইলি অধিকৃত পশ্চিম তীরে রাতব্যাপী এক অভিযানে ঘর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব।
তারা জানায়, রাম্মালার কাছাকাছি বাসা থেকে মোহাম্মদ আবু তিরকে (৬৫) গ্রেফতার করা হয়। মাত্র জুন মাসে ১৭ মাসের জেল কেটে বের হন তিনি।  আবু তির পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি আইন পরিষদে (পিএলসি) হামাসের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন। পিএলসির ১৩২ জন সদস্যের মধ্য তাকে সহ এ পর্যন্ত ১৩ জন এমপিকে গ্রেফতার করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। গত মাসেও আল আকসা মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে রাতব্যাপি এক অভিযানে পশ্চিম তীর থেকে ২৩ হামাস নেতা কর্মীকে গ্রেফতার করে ইসরাইলে সেনারা। সূত্র: দ্য নিউ আরবpb/ns/-



This post has been seen 309 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১