সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিজেপির প্রার্থী ঊষাপতি ভেঙ্কাইয়া নাইডু। দেশটির সংসদে অনুষ্ঠিত ভোটের পর গণনা শেষে শনিবার সন্ধ্যায় এই ফল ঘোষণা করা হয়। ভারতের ১৩তম উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু মোট ভোট পেয়েছেন ৫১৬টি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী দলের গোপালকৃষ্ণ গান্ধী।
এর আগে শনিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেশটির সংসদে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট নেয়া হয়।
সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ভোট ৭৭৬টি। এর মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের ভোট রয়েছে ৪১৩টি (যথাক্রমে ৩৩৮ ও ৭৫ সাংসদ)। নিজেদের ভোটের চেয়ে আরো ১০৩টি বেশি পেয়েছেন ভেঙ্কাইয়া নাইডু। জেতার জন্য প্রয়োজন ছিল মোট আসনের অর্ধেক অর্থাৎ ৩৮৮ ভোটের বেশি। ভেঙ্কাইয়া নাইডু বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির স্থলাভিষিক্ত হবেন। হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ আগস্ট।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি