ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা আসছেন

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৭

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা আসছেন

নিউ সিলেট ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকা সফরে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তিনি বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে অংশ নেবেন। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস মঙ্গলবার জানায়, বাংলাদেশ ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দিতে তিনি বাংলাদেশ সফর করবেন। তবে প্রস্তাবিত সফরের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে বৈঠক করে সাংবাদিকদের একথা জানান।
এই নিয়ে বাংলাদেশে সুষমা স্বরাজের দ্বিতীয় সফর হবে। এরআগে তিনি ২০১৪ সালের ২৫ থেকে ২৭ জুন ঢাকা সফর করেন। এদিকে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানায়, জিসিসি (Bangladesh-India Joint Consultative Commission)’র সভায় গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে।
২০১৪ সালের ২০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে জেএসসি তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সেবার ২৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
কূটনৈতিক সূত্র আরও জানায়, দু’দেশের পররাষ্ট্র দফতরে স্বরাজের সফরের তারিখ চূড়ান্তের কাজ চলছে। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে তার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণের কথা রয়েছে।pb/ns/-



This post has been seen 433 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮