কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহন শেষে চলছে গণনা

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৭

কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহন শেষে চলছে গণনা

নিউ সিলেট ডেস্ক : কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচন শেষে আংশিক ফলাফলে প্রাথমিক গণনায় এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। প্রাথমিক হিসেবে তিন-চতুর্থাংশ ভোটের মধ্যে কেনিয়াত্তা পেয়েছেন ৫৪ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রাইলা ওদিঙ্গা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হবে সাতদিনের মধ্যে। মঙ্গলবার (৮ আগস্ট) দেশটিতে সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর- বিবিসির।
এদিকে, দ্বিতীয় মেয়াদে কেনিয়াত্তা বিজয়ের পথে থাকলেও এ আংশিক ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধী রাইলা ওদিঙ্গা শিবির।
ওদিঙ্গা বলছেন, নির্বাচনী কর্মকর্তারা এমন কোনো নথি প্রকাশ করেনি। তিনি আংশিক ফলাফলকে কল্পিত ও জাল বলে অভিহিত করেন। আমরা আমাদের প্রতিনিধি থেকে যে আভাস পেয়েছি, তাতে আমরা এগিয়ে আছি- দাবি ওদিঙ্গার।
তবে ফলাফল নিয়ে আলোচনায় কান না দিয়ে পূর্ণ ফলাফল পেতে জনগণকে শান্তভাবে অপেক্ষা করতে বলেছে দেশটির নির্বাচন কমিশন। কেনিয়ার নির্বাচন ব্যবস্থায় কেউ প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে তাকে অন্তত ৫০ শতাংশ ভোট পেতে হবে; এবং দেশটির ৪৭ প্রদেশের অন্তত ২৪টিতে ২৫ শতাংশ ভোট পেতে হবে। এ শর্ত পূরণ না হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দুইজন দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে লড়বেন। এবার কেনিয়ার নির্বাচনে এক কোটি ৯০ লাখের বেশি ভোটার ৪০ হাজার আটশ ৮৩ ভোট কেন্দ্রে ভোট দেন। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইসঙ্গে কেনিয়ার জাতীয় ও স্থানীয় অ্যাসেম্বলির নির্বাচন সম্পন্ন হয়েছে মঙ্গলবার।n24/ns/-



This post has been seen 267 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮