উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনা, উদ্বিগ্ন বিশ্ব

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৭

উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনা, উদ্বিগ্ন বিশ্ব

নিউ সিলেট ডেস্ক : গুয়ামে মার্কিন নিয়ন্ত্রণাধীন এলাকায় কিছু ঘটলে উত্তর কোরিয়াকে বড় মাশুল দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত তপ্ত হয়ে আছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরিস্থিতি। দুই দেশের মধ্যে এখন যে কথার লড়াই চলছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনেতারা।
নিউ জার্সির গলফ রির্সোট থেকে ট্রাম্প বলেন, গুয়ামে কিছু হলে উত্তর কোরিয়াকে এর জন্য চরম মূল্য দিতে হবে। বিশ্বাস করুন, আমরা অনেক নিরাপদে রয়েছি। বিশ্ব নেতারা আশঙ্কা করছেন এই কথার লড়াই পরিস্থিতিকে আরও অশান্ত করে তুলবে। কিন্তু তাতে কোন তরফেরই থামবার লক্ষণ নেই। প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার উদ্দেশ্যে বাক্যবাণ অব্যাহত রেখেছেন এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর সামরিক হামলা চালানোর ব্যাপারে আবারো পিয়ংইয়ংকে সতর্ক করে দিয়েছেন। এর আগে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী “গুলি ভরা বন্দুকের মতই সতর্ক আছে” এমন বক্তব্য দিয়ে বেশ একটা শোরগোল ফেলে দেন ট্রাম্প। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া অভিযোগ করে প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতিকে একটি পারমানবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।
এবার নিউই জার্সিতে এক সংবাদ সংম্মেলনে ট্রাম্প বলেন, তিনি তার আগের ওই বক্তব্যে অটল রয়েছেন।
তিনি বলেন, “আমরা খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখছি। আমি আশা করছি তারা (উত্তর কোরিয়া) আমার কথার মাধ্যমে পরিস্থিতির গুরুত্ব সম্পূর্ণ রূপে অনুধাবন করতে পেরেছে। আমাকে বিশ্বাস করুন, এই লোক যা করছে, তাতে সে পার পাবে না। দুই দেশের এই কথার লড়াইয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের শক্তিশালী দেশগুলোর নেতারা। রাশিয়া মনে করছে, এর ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, “পরিস্থিতি যখন এমন দাঁড়ায় যে যেকোনো সময় বিস্ফোরণ ঘটবে। আমি মনে করি তখন পরিস্থিতি শান্ত করবার প্রথম উদ্যোগটা নিতে হয় তাকে যিনি শক্তিশালী এবং চটপটে। ল্যাভরভ এখানে স্পষ্টতই যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করছেন শান্তি স্থাপনের প্রথম পদক্ষেপ নেবার জন্য।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল মনে করেন, যে তীব্র কথার লড়াই চলছে সেটি ভুল জবাব। উভয় পক্ষকেই শব্দ এবং বাক্য চয়নের ব্যাপারে সতর্ক হবার আহ্বান জানিয়েছে চীনও। চীনের মতে, দুইপক্ষই এক ‘বেপরোয়া খেলায়’ জড়িয়ে পড়েছে যার পরিণতিতে রয়েছে ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা।dt/ns/-



This post has been seen 283 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮