সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আর বর্ণবাদ বিরোধীদের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের নমনীয় অবস্থান নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। শুরু নমনীয় অবস্থানই নয় অভিযোগ রয়েছে, ট্রাম্প কট্টর ডানপন্থীদের বিরুদ্ধ স্পষ্ট করে কিছু বলেননি।
ভার্জিনিয়ার শার্লোটসভিল শহরে সহিংসতা ছড়িয়ে পরার পর এক টুইট বার্তায় এই ঘটনার প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে বহু পক্ষের ঘৃণা, ধর্মান্ধতা আর সহিংসতার বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি বিভাজন আর বিদ্বেষ বন্ধের আহ্বানও জানান তিনি। কিন্তু প্রেসিডেন্টের এই বার্তায় চরম ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের স্পষ্ট করে অভিযুক্ত করা হয়নি বলে দাবি করেছেন বেশ কয়েকজন ডেমোক্রেট ও রিপাবলিকান নেতা। রিপাবলিকান সিনেটর কোরি গার্ডনার টুইট বার্তায় প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, অবশ্যই অশুভকে তাদের নাম ধরেই ডাকা উচিত’। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদেরকে ‘ঘরের সন্ত্রাসী’ বলে দাবি করেন তিনি।
এদিকে গার্ডনারের বক্তব্যকে মার্কো রুবিও এবং টেড ক্রজের মতো অনেক সিনিয়র রাজনীতিক সমর্থন করেছেন। এমনকি ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প পর্যন্ত এক টুইট বার্তায় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আর নব্য নাৎসীবাদীদের বর্ণবাদ ছড়ানোর জন্যে দায়ী করেন।
প্রেসিডেন্টের এমন সমালোচনার জবাবে হোয়াইট হাউজ মুখপাত্র বলেন, ট্রাম্প খুব দৃঢ়তার সঙ্গেই সব ধরনের সহিংসতার বিপক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন। অবশ্যই এর মধ্যে শ্বেতাঙ্গ চরম ডানপন্থী, কেকেকে বা নব্য নাৎসীবাদের মত সব চরমপন্থীরাও রয়েছে। শনিবার, উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের ডাকা ‘ইউনিয়ন দ্য রাইট’ নামের এক সমাবেশকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে সহিংসতায় এক নারী নিহত হন, আহত হন বেশ কয়েকজন। এই বিতর্কিত সমাবেশের অন্যতম আয়োজক জ্যাসন কেসলার একটি সংবাদ সম্মেলন করার চেষ্টা করেন। তিনি পুলিশকে সময়মতো এগিয়ে না আসার জন্যে দায়ী করেন। তবে তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে কেসলারের সংবাদ সম্মেলনটি পন্ড হয়ে যায়।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি