সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে এক সন্ত্রাসী হামলায় ১৭জন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে, নিহতদের সকলের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। সাহেল অঞ্চলে সক্রিয় আল কায়েদার একটি সহযোগী সংগঠন এ হামলা চালিয়েছে বলে আশংকা করা হচ্ছে।
শহরের এক হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজন তুরস্কের নাগরিক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী উয়াগাদুগু শহরের ব্যস্ত কোয়ামি নক্রুমাহ এভিন্যুতে রবিবার রাত নয়টার কিছু পরে গোলাগুলি শুরু হয়। সেখানকার হোটেল ব্রাভিয়া এবং আজিজ ইস্তানবুল রেস্তরাঁর বাইরের অংশে আগত অতিথিদের লক্ষ্য করে হঠাৎই তিনজন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। এখন সেনাবাহিনী পুরো শহর ঘিরে রেখেছে। উয়াগাদুগুর মার্কিন দূতাবাস নিজের নাগরিকদের ঘটনাস্থলের আশেপাশে না আসতে সতর্ক করে দিয়েছে।
গত বছর জানুয়ারিতে এই ঘটনাস্থলের কাছাকাছি একটি ক্যাফেতে জিহাদি হামলায় ৩০জন নিহত হয়েছিল। আল কায়েদা ওই হামলার দায় স্বীকার করেছিল। ২০১৬ সালের জানুয়ারিতে চালানো হামলার সঙ্গে গতকাল রাতে চালানো ওই হামলার মিল রয়েছে। আল-কায়েদার দায় স্বীকার করা ওই হামলায় ১৭০ জনের বেশি লোককে জিম্মি করা হয়। বুর্কিনা ফাসো সাহেল অঞ্চলভুক্ত একটি রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র মালিও ওই অঞ্চলের অংশ। ২০১২ সাল থেকে মালিতে সন্ত্রাসী ইসলামি সংগঠনগুলো তৎপর রয়েছে বলে জানা যায়।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি